জেলা

অপবিজ্ঞানের পরাজয় অবশ্যম্ভাবী।


সরোজ দাস: চিন্তন নিউজ:১৭ই মে:– ম্যালেরিয়া, যক্ষ্মা, প্লেগ, পোলিও রোগের প্রতিষেধক আবিষ্কার হয়েছে বিজ্ঞানের দেখানো পথেই। প্রধানমন্ত্রী যতই সংকটকে আড়াল করতে, লঘু করতে থালা বাটি বাজানো, দিয়া জ্বালানোর কথা বলুন না কেন অলৌকিকতার হাত ধরে কখনোই আসবে না মারণ রোগের ওষুধ। মাননীয়া রাজ্যের মানুষকে ভরসা করতে বলছেন মা দুর্গার ওপর। কিন্তু না, কোনো দেবদেবী, মন্দির মসজিদ নয়, সভ্যতার গতি মসৃণ হবে বিজ্ঞানের হাত ধরেই। অপবিজ্ঞানের পরাজয় অবশ্যম্ভাবী।

নিজের নিজের কর্তব্য থেকে দৃষ্টি ঘোরাতেই কেন্দ্র রাজ্যের অপপ্রয়াস চলছে।লকডাউন যতো বাড়ছে ,মধ্যবিত্ত থেকে দিন আনা দিন খাওয়া মানুষ ততো বেশী অসহায় হয়ে পড়ছেন ,করোনা মহামারী আজ মোটামুটি সাধারণ মানুষকে একই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে । কিন্তু অন্যান্য সংগঠন চোখ বুজে রইলেও যারা বামপন্থী গণসংগঠনের সাথে যুক্ত তারা চোখ বুজে থাকতে পারি না , তাই আজ বালি শান্তিরাম শাখার যুব ,ছাত্র ও মহিলা সংগঠনের উদ্যোগে ১৫০ অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো, আটা,তেল,আলু পেঁয়াজ,চাউমিন,ও ডিম ,।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।