চিন্তন নিউজঃ-৯ই নভেম্বর:– আব্দুল মাজিদঃ-পোলবা এরিয়া কমিটির ২য় সম্মেলন রাজহাটের চৌতারায় অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন কমরেড মোহন মান্না। সম্মেলন উদ্বোধন করেন কমরেড রূপচাঁদ পাল। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন কমরেড মাজিদ মণ্ডল। ২৫ জন আলোচনায় অংশ নেন। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কমরেড মনোদীপ ঘোষ। সম্মেলন থেকে ১২ জনের এরিয়া কমিটি ও জেলা সম্মেলনের জন্য ৬ জনপ্রতিনিধি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। সম্পাদক হিসাবে পুননির্বাচিত হন কমরেড মাজিদ মণ্ডল।
জয়দেব ঘোষঃ-নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বলাগড় পশ্চিম চক্রের প্রাক্তন সদস্য কম: প্রদীপ চক্রবর্তী বয়স্ক জনিত কারণে অসুস্থ হয়ে আজ প্রয়াত হয়েছেন। কম: চক্রবর্তী এর প্রয়ানে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বলাগড় জোনাল কমিটি গভীর শোক জ্ঞাপন করছে।কম: প্রদীপ চক্রবর্তী অমর রহে।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার শ্রীরামপুর চক্রের উদ্যোগে সার্ভিস বুক রিনিউর কাজ চলছে।