রাজ্য

সাধারণ পরিবারগুলোর পাশে থাকতে দায়বদ্ধ দক্ষিণ হাওড়া এরিয়া কমিটি


কৌশিক পাল: চিন্তন নিউজ: ১৭ ই মে:- প্রতিদিন বাড়ি ফেরার পথে ক্ষুধার্ত মানুষের দুর্ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত, যদি প্রতিটি রাজ্যের সরকারকে কেন্দ্র বাধ্য করত পরিযায়ীদের থাকা খাওয়ার দায়িত্ব পালন করতে কিংবা পরিকল্পনামাফিক সুশৃংখলভাবে ট্রেন বাসের ব্যবস্থা করে তাঁদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিত তাহলে এই দুর্বিষহ যন্ত্রনার ছবি আমাদের দেখতে হত না। নিষ্ঠুর, অমানবিক সরকার ব্যস্ত শ্রম আইনের পরিবর্তন করে শ্রমিকের অধিকার সংকুচিত করতে, কোভিড১৯ কে ঢাল হিসেবে ব্যবহার করে কর্পোরেটদের তুষ্ট করতে। রাজ্যের সরকারের অপদার্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হাসপাতালগুলোর বেহাল চিত্র, আমলারা ব্যস্ত ১০০ দিনের কাজের ভুয়ো মাস্টার রোল তৈরির কাজে।

লকডাউনের প্রথম দিন থেকেই দুঃস্থ প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সি পি আই (এম) সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনগুলো। কোথাও কমিউনিটি কিচেন কিংবা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে। আজ দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত রামরাজাতলা অঞ্চলে ২০০ টির অধিক পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, আটা ,বিভিন্ন রকম কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় ১৭ ধরনের ব্যবহার্য সামগ্ৰী। এলাকার ছাত্র যুব কমরেডদের সহযোগিতা, উপস্থিতি লক্ষ্যণীয়। একইভাবে আগামী দিনেও সাধারণ পরিবারগুলোর পাশে থাকতে দায়বদ্ধ সিপিআই(এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।