বিপ্লব সেন: চিন্তন নিউজ:১৭ই মে:- কাগজের থালায় ধোঁয়া ওঠা ভাত আর সোয়াবিন আলুর ঝোল, পাশে একটুকরো ডিম আর আলু পেঁয়াজের মাখো মাখো তরকারি …. অথচ ঝরঝর করে কেঁদেই চলেছেন বছর চল্লিশের মানুষটি। একপাশে দাঁড়িয়ে ঘাম আর ধুলোমাখা চ্যাটচ্যাটে মুখে জুলজুল করে একবার ভাতের থালা আর একবার কাঁদতে থাকা বাবার মুখের দিকে ভ্যাবাচ্যাকা চোখে তাকিয়ে আছে বছর দশেকের ছেলেটা !
এই দৃশ্য নিত্যদিনের। গত ছয়দিন ধরে চলতে থাকা রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ের “পরিজন” কমিউনিটি কিচেনের ত্রিসীমানা দিয়েও যাঁরা হেঁটেছেন তাঁদের সকলের চোখেই পড়েছে এরকম নানা অসহনীয় দৃশ্য। এগিয়েও এসেছেন অনেকে,হয়তো বিবেকের তাড়নায় বা পুণ্যলাভের লোভে। কিন্তু অসংখ্য এরকম চেনা অচেনা সহৃদয় মানুষের বা সংগঠনের অকৃপণ দানে ভরসা করেই উত্তর দিনাজপুর ডিওয়াইএফআই এর উদ্যোগে সুন্দরভাবে চলছিল এই শিবির। হাসি ফুটছিল অসংখ্য শুধুমাত্র “সংখ্যা হয়ে থাকা” এইসব সবহারাদের মুখে।
কিন্তু সেখানেও এবার বাধা। রায়গঞ্জ থানার আই সি ও প্রশাসনের কোপে এবার প্রবল হুমকির মুখে এই কিচেন। অসহায় মানুষের শেষ ভরসা টুকুও কেড়ে নিতে তারা বদ্ধপরিকর।
অবশ্য ভয় না পেয়ে বুক চিতিয়ে লড়ে যাচ্ছে দামাল ছেলেগুলো। হুমকি, গ্রেপ্তারের ভয় বা কারাবাসের ঠুনকো জুজুবুড়িকে হেলায় উড়িয়ে নিরন্ন মানুষের মুখে অন্ন-জল টুকু তুলে দিতে তারা যে মানবিক- দায়বদ্ধ !