জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত ২৭ জানুয়ারি – গুসকরা পূর্ব এরিয়া কমিটির সদস্য সুবীর ব্যানার্জি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোর ৪টে ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৯২ এ সি পি আই এমের সদস্যপদ অর্জন করেন। ২০১৮ সালে গুসকরা পূর্ব এরিয়া কমিটির সদস্য নির্বাচিত হয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজে নিয়োজিত হন। তাঁর মৃত্যুর খবর পেয়ে গ্রামের সকল স্তরের মানুষ দেখতে আসেন। মরদেহ রক্ত পতাকায় ঢেকে দেওয়া হয়। এরিয়া কমিটির সম্পাদক নারায়ন চন্দ্র ঘোষ সহ পার্টির সকলে শ্রদ্ধা জানান, জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক গভীর শোক জানান।

কাটোয়া, ২৬ জানুয়ারি : গতকাল কাটোয়া শহর এরিয়া কমিটির ডাকে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তার মোড়ে এক পথসভায় সি পি আই এমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী বলেন- “দিল্লিতে লক্ষ লক্ষ কৃষকের শান্তিপূর্ণ ট্রাক্টর প্যারেডকে ভাঙার জন্য একদিকে যেমন দুষ্কৃতী দিয়ে আন্দোলনকে হিংসাত্মক করার চেষ্টা হয়েছে, অন্যদিকে পুলিশ দিয়ে কাঁদানে গ্যাস দিয়ে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার ঘৃণ্য চক্রান্ত করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ আজকের টিভি চ্যানেল আর খবরের কাগজের যারা মালিক তারা কর্পোরেট, তারা মোদীকে চালায়, তারা মমতাকে চালায়৷ তাই মেহনতজীবী মানুষের লড়াই-সংগ্রামের কথা, লক্ষ লক্ষ কৃষকের দিল্লির বুকে ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছবি ওরা দেখায় না৷ কেন্দ্রে বিজেপি-র ছ’বছরের শাসনকালে আক্রান্ত গণতন্ত্র, আক্রান্ত সংবিধান৷ তাই আজ প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে সংবিধান রক্ষার শপথে আজ দেশজুড়ে এই কর্মসূচি নিয়েছে বামপন্থীরা৷”
তিনি আরও বলেন, তৃণমূল আর বিজেপি বিষবৃক্ষের দুটি ফুল৷ পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির সঙ্গে শত্রুতা করে আসলে বিজেপি-তে মিশে যেতে চাইছে৷ বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বারোটা বাজিয়ে দিয়ে দিয়ে গত দশ বছরে বিজেপির জন্য রাস্তা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সকালে যে তৃণমূল বিকেলে সেই বিজেপি৷ আরএসএস-এর অঙ্গুলিহেলন ছাড়া একটাও কাজ করে না তৃণমূল৷

শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-কর্মচারী থেকে শুরু করে সব অংশের মেহনতজীবী মানুষের জীবন জীবিকা আজ ভয়ঙ্কর সংকটে৷ এই সংকট থেকে বাঁচতে কলে মজুর, খেতে কিষান, ছোট ব্যবসায়ী সব অংশের মানুষ আজ লড়াইয়ের রাস্তায়৷ এই লড়াই যদি জমাট বাঁধে তাহলে কর্পোরেটের ক্ষতি হবে৷ মজুরের মজুরির দাবি, কৃষকের ফসলের দাবি, বেকার যুবকের কাজের দাবির লড়াই যাতে সামনে না আসে তাই কর্পোরেটের সেবাদাস মোদী-মমতা চাইছে না দেশের ধর্মনিরপেক্ষতা, সুস্থ পরিবেশ বজায় থাকুক৷

সমাবেশের আগে কাটোয়া পৌরসভার মোড় থেকে সুবিশাল এক মিছিল শহর পরিক্রমা করে সমবেত হয় কাটোয়া স্টেশনবাজার চৌরাস্তা মোড়ে৷ সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ৷ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিআই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।