জেলা

কলকাতার খবর


চিন্তন নিউজ—-২৭শে জানুয়ারি:– -কাকলি চ্যাটার্জি— রাজ্য সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে দুসপ্তাহ ধরে তীব্র লড়াইয়ে অবশেষে জয় ছিনিয়ে আনলেন শিক্ষাকর্মীরা। যে দাবিগুলো নিয়ে লড়াই জারি ছিল—-(১) প্রোমোশনের ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র বৈষম্যের অবসান
(২)কোয়ালিফায়েড পুলে আইন মোতাবেক প্রমোশন
(৩) কমপ্যাসনেট গ্ৰাউন্ডে নিয়োগ
(৪)অফিস এটেনডেন্টদের প্রোমোশনাল ল্যাডার
(৫) মেস কর্মচারীদের বকেয়া পাওনা মেটাতে হবে
(৬) সঠিক সময়ে অস্থায়ী কর্মচারীদের বেতন
(৭) সি পি এফ থেকে জি পি এফে যাওয়ার অপশন সরকারের কাছে পাঠানো।

কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিরুদ্ধে লড়াই সর্বত্র জোরদার হচ্ছে এবং ভয়ভীতি উড়িয়ে দিয়ে লড়াই করেই হকের পাওনা আদায়ে ক্রমশ জোটবদ্ধ হচ্ছেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল ও এস আই পদে নিয়োগ বন্ধ প্যানডেমিকের অজুহাতে। ২০২০ র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিন্তু ২০২০ সালের নোটিফিকেশনে বয়সের লিমিট ১/১/২০২১ ঘোষণা করা হয় যা হওয়ার কথা ১/১/২০২০. এখন বয়সের ছাড়ের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলন শুরু হল এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।