জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৭ মার্চ,২০২২ – আজ কেতুগ্রাম ১ এরিয়া কমিটির উদ্যোগে আগামী ২৮ ও ২৯ শে গণসংগঠনগুলির আহ্বানে ধর্মঘট ও হরতালের সমর্থনে পালিটা ও পাণ্ডুগ্রাম অঞ্চলে টোটো প্রচার করা হয় এবং বাকলসা হাটে পথ সভা করা হয়। পথসভাতে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের নেতা আবুল কাদের এবং গণআন্দোলনের নেতা আনসারুল হক।

২৬শে মার্চ মন্তেশ্বর থানার মৌসা গ্রামে প্রয়াত আব্দুল হামিদ সেখ এর স্মরণে সকালে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন, মন্তেশ্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিকালে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওসমান গনি সরকার ।স্মৃতিচারণ করেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, পার্টির জেলা সম্পাদক সৈয়দ হোসেন, রাজ্য কমিটির নেতা পরেশ পাল, পার্টি নেতা সুকান্ত কোনার ।এছাড়াও উপস্থিত ছিলেন সাইদুল হক, দূর্যোধন সর,তাপস চ্যাটার্জি, চৌধুরী মহঃ হেদায়েত্তুলাহ ও জেলা কৃষক কাউন্সিলের অনেক নেতৃত্ব।স্মরন সভায় প্রয়াত আব্দুল হামিদ সেখ এর পরিবারের পক্ষ থেকে গনশক্তি তহবিলে পাঁচ হাজার টাকা, কমঃ অমল হালদার এর হাতে তুলে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ই মার্চ ২০২২তারিখে মন্তেশ্বর ব্লক কৃষক সভার সম্পাদক ও মন্তেশ্বর এরিয়া কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সেখ আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫বছর । তিনি ছিলেন অসাধারণ বাগ্মী এবং পরোপকারী এক নেতা, তাঁর প্রয়ানে সকলে শোক সন্তপ্ত।

২৬ মার্চ বর্ধমান শহর ১ এরিয়া
বর্ধমান জেলা সংস্থা ও দোকান কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে ২৮-২৯ মার্চ সাধারণ ধর্মঘটের প্রচার ও পথসভা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।