জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ ২৯শে নভেম্বর:- দেবারতি বাসুলীঃ-ইতিমধ্যেই শহর জুড়ে পোষ্টারিং হয়ে গেছে ৷ অনেক বছর পর আজ শহর জুড়ে হোর্ডিং এ ছয়লাপ হবে ৷ ব্যান্ডেল স্টেশন, হুগলী স্টেশন, চুঁচুড়া স্টেশন, লঞ্চঘাট, তোলাফটক, কামারপাড়া, মাঠের ধার,বাসস্ট্যান্ড, পিপুলপাতি, চকবাজার, রবীন্দ্র নগর, বালিমোড়, হুগলী মোড়, ব্যান্ডেল মোড়, আখনবাজার সহ শহরের সব জনবহুল জায়গাতেই এ বছর থাকবে হুগলী-চুঁচুড়া বই মেলা র হোর্ডিং ৷

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন ব্যাণ্ডেল মগড়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে।

জয়দেব ঘোষঃ-আজ দাদপুর এরিয়া কমিটি উদ্দ্যোগে আজ পুইনানএবং হারিট অঞ্চলে সি পি আই এম হুগলী জেলা ২৪ তম সম্মেলন কেন্দ্র করে দেওয়াল লিখন করা হল।

বলাগড় ১নং এরিয়া কমিটির উদ্দ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল সংগঠিত হল ।

ডি ওয়াই এফ আই রিষড়া লোকাল কমিটির অন্তর্গত দক্ষিণ পশ্চিম পঞ্চায়েত শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বারুজিবী বাজার সংলগ্ন আগমনী লজে। ৫৫ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।