জেলা

হুগলি জেলার সংবাদ


সায়ঙ্ক মন্ডল : চিন্তন নিউজ : ২৫ শে জুলাই:- :-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হিন্দমোটর – কোতরং এরিয়া কমিটির উদ্যোগে সিইএসসি ভয়াবহ বিলের বিরুদ্ধে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, করোনা আক্রান্তদের বেড না পাওয়ার প্রতিবাদে , মহামায়াতে অত্যাধিক চিকিৎসা খরচের বিরুদ্ধে, রেল বিক্রির বিরুদ্ধে, বিমা সংস্থা বিক্রি বিরুদ্ধে, পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ হিন্দমোটরে মিছিল সংগঠিত হলো ।

সুপর্না রায়: – করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই চরম ব্যর্থ , সারাভারত কৃষকসভা, খেত মজুর ইউনিয়ন, সিআইটিইউর ডাকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এবং যারা আয়কর দেন না তাঁদের প্রতিমাসে ৭৫০০/ এবং ১০ কেজি খাদ্যশস্য দেওয়ার জন্য বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জাঙ্গীপাড়া বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়।। এদিকে কেশোরাম রেয়ন ওয়াকার্স আ্যন্ড এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) উদ্যোগে কারখানা গেট সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।। আরামবাগের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।। এছাড়া মগরার দিগসুই হোয়েরা পঞ্চায়েতে বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।। বক্তব্য রাখেন সিপিআইএম নেতা মনোদীপ ঘোষ,তরুন ঘোষ, শৈবাল ব্যানার্জি,গুরুপদ ঘোষ আরও অনেকে।।পান্ডুয়াতে জামগ্রাম_ মন্ডলাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়।। বক্তব্য রাখেন আমজাদ হোসেন, রমাপ্রসাদ ব্যানার্জি এবং ভোলানাথ হাজরা।।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক শিউলি রায় জানাচ্ছেন যে হুগলি জেলার তারকেশ্বর ব্লকের চাঁপা ডাঙা পঞ্চায়েতে ৫০ জন যুবক তৃনমুল ও বিজেপি ছেড়ে সিপিআইএম দলে যোগদান করলেন।।

হুগলি জেলার আরামবাগে বৃহস্পতিবার লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি না মেনে চলল ১০০ দিনের কাজ।। দুরত্ব বিধি মানা হয়নি এবং সাবান স্যানেটাইজারের কোন ব্যবস্থা ছিল না।।এই ঘটনা ঘটেছে তৃনমুল পরিচালিত তিরোল গ্রাম পঞ্চায়েতে।এদিন ১৫০ জন শ্রমিক নিয়ে নিকাশি নালা পরিষ্কার করতে আরম্ভ করে সকাল ৭ টা নাগাদ। এই ঘটনা সাধারণ মানুষের নজরে আসতেই তাঁরা প্রতিবাদ করেন।। স্থানীয় এক বাসিন্দা জানান যে লকডাউন পরিস্থিতিতে কেন এভাবে শ্রমিকদের দিয়ে এমন কাজ করা হচ্ছে তা রহস্যময়।।

সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে কোন্নগরের দুই পঞ্চায়েত এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের অবনতি হচ্ছে ক্রমাগত।।দুটি পঞ্চায়েতের কানাইপুরে ৪৩ জন এবং নবগ্রামে ১৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে এলাকায় চুড়ান্ত আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাসিন্দারা জেলাশাসককে জানিয়ে দেন বেশ কয়েকদিন এলাকায় লকডাউনের আর্জি জানান।।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে হুগলি জেলার চুঁচুড়া শহরে রক্তের আকাল শুরু হয়েছে।। করোনা আবহে একের পর এক রক্তদান শিবির বাতিল হয়ে যাচ্ছে ফলে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব শুরু হয়েছে।। শ্রীরামপুর এর ওয়ালশ হাসপাতালে গত এক সপ্তাহে তিনটি শিবির বাতিল করা হয়েছে।। হাসপাতালের সুপারিন্টেডেন্ড জয়ন্ত সরকার জানিয়েছেন যে যত রক্তের প্রয়োজন তার থেকে ২০%কম রক্ত আছে।। নেগেটিভ গ্রুপের রক্তের সমস্যা সবথেকে বেশী।। হাসপাতালের আর এক কর্তা জানান যে সবথেকে অসুবিধা থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে।। আগে তারা কলকাতার হাসপাতাল গুলো যে যেতেন রক্তের প্রয়োজন এ।। এখন যানবাহন চলাচল খুব কম ফলে তারা এখানে চলে আসছেন।। চুঁচুড়া ইমামবাড়া হসপিটাল ও চন্দননগর মহকুমা হাসপাতালে খবর নিয়ে জানা গেছে যে যারা ভর্তি আছেন তাদের রক্তের প্রয়োজন মেটানো যাচ্ছে কিন্তু বাইরে থেকে কেউ এলে তাদের রক্ত দেওয়ার অসুবিধা রয়েছে।। গত কয়েক দিন এ চন্দননগর ও ইমামবাড়ি হসপিটাল এ সাতটি রক্তদান শিবির বাতিল করা হয়েছে।। হাসপাতালের কর্তা রা জানিয়েছেন এমন চলতে থাকলে কিছুদিনের মধ্যেই প্রচন্ড রক্তের আকাল এ পড়বে হুগলি জেল।।

উত্তর পাড়া থেকে জানান যে করোনার আবহে উত্তরপাড়া পুরসভা এলাকায় ডেঙ্গী প্রতিরোধ এ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।। উত্তরপাড়ার বিভিন্ন ওয়ার্ডে গতবছর ডেঙ্গু জ্বরের প্রবল আক্রমণ ঘটেছিল। কিন্তু এবছর পুরসভা থেকে কোনরকম মশা মারার তেল ইত্যাদি কিছুই ব্যবহার করা হচ্ছে না।। ফলে স্থানীয় বাসিন্দারা চরম আতংক এ রয়েছে।।

সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে:– আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উদ্যোগে আমডাঙার বৈকুন্ঠপুর, মদনপুর, রাজবেড়িয়া ৬, ৭,৮,৯ নং বুথের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২১ জন কৃতী ছাত্র, ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।