চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৭ মে – রেড ভলেন্টিয়ার- প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কাটোয়া মাধাইতলায় করোনা-আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া একটি পরিবারের বাড়ি স্যানিটাইজ করছেন রেড ভলেন্টিয়ার্স, কাটোয়া শহর ও পানুহাট আঞ্চলিক শাখার।
পূর্ব বর্ধমান সদর ২ ব্লকের প্যামড়া গ্রামের জনৈকা বাসিন্দা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় অসুস্থ। আজ হঠাৎ করেই ওনার শ্বাসকষ্ট শুরু হয়, ওনার বাড়ির লোক পূর্ব বর্ধমান। সদর ২ রেড ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করেন। সাথে সাথেই রেড ভলেন্টিয়াররা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওনার বাড়িতে উপস্থিত হন এবং অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন। উনি এখন সুস্থ আছেন।
প্রয়াত পার্টি সদস্য – জামালপুরের গণআন্দোলনের নেতা, সি পি আই(এম) জামালপুর ১ এরিয়া কমিটির সম্পাদক কমরেড পরেশ সাঁতরা প্রয়াত হলেন।কমরেড পরেশ সাঁতরার জীবনাবসানে গভীর শোক জ্ঞাপন করেছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অমল হালদার, জেলা পার্টির সম্পাদক অচিন্ত্য মল্লিক, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যা অঞ্জু কর, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরি।