জেলা

হাওড়ার টুকিটাকি—-


চিন্তন নিউজ ব্যুরো:৭ই ফেব্রুয়ারি:– উত্তম সোমের খবর- প্রত্যহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদ, আগামী ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড চলোর ডাক ও ১১টি বাম ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের প্রচারে, উওর পশ্চিম হাওড়া এরিয়া কমিটির মিছিল হয় জগদীশপুর থেকে খালিয়া পর্য্যন্ত।

সরোজ দাস জানান – সিপিআই(এম) উত্তর হাওড়া ৪নং ওয়ার্ড কমিটির আহ্বানে আজ বাজল পাড়ার অন্নপূর্ণা ভবনের রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন হাওড়া জেলার সম্পাদক কমঃ বিপ্লব মজুমদার, উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস‍্য কমঃ সাবিত্রী মজুমদার ও কমঃ কৃষ্ণস্বপন মিত্র। মোট ৭২জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেছেন।

অবিনাশ তেওয়ারী‌র খবর——বি গার্ডেন ছাত্র যুব আঞ্চলিক কমিটির ছাত্র যুব বন্ধুরা আজ পথ সভায় বক্তব্যের মাধ্যমে জানালেন নিজেদের হক বুঝে নিতে নবান্ন অভিযানের কথা।বক্তা ছিলেন বি গার্ডেন ছাত্র সংগঠনের সহকারী সম্পাদক সাম্য দাস ও হাওড়া জেলা যুব ফেডারেশনের কমিটি মেম্বার চন্দন ঘোষ‌।

সংবাদদাতা-বিকাশ মাখাল– আগামী ১১ই ফেব্রুয়ারী ১০টি বামপন্থী ছাত্র -যুব সংগঠনের ডাকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন,ডোমজুড়(১) আঞ্চলিক কমিটির উদ্যোগে নবান্ন অভিযানের সমর্থনে আজ খাঁটোরা সাপডাঙ্গা মোড়ে ও ডোমজুড় নস্করপাড়ায় পথসভা সংঘটিত হয়। বক্তব্য রাখেন কমরেড সুলতানা খাতুন, কমরেড সুমন ঘোষ, কমরেড প্রবীর নাহা দাস,কমরেড সৈকত ব্যানার্জী সহ অন্যান্য কমরেডরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।