রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ: ৩রা আগস্ট:- একদিকে সমানে চলে চলেছে বিভাজনের রাজনীতি, ঠিক তার অপর দিকে আজ রাখীবন্ধন এর দিন রবীন্দ্রনাথ এর বোলপুরে রবীন্দ্র আদর্শকে সামনে রেখে চলল বাংলা গড়ার প্রয়াস।
সুভাষ চক্রবর্তীর প্রয়ান দিবসে ‘ সুভাষ চক্রবর্তী কিট’ তুলে দেওয়া হল একঝাঁক বাচ্চার মধ্যে। নতুন সূর্যের মতো কচিকাঁচারা খাতা , পেন , পেনসিল পেয়ে আপ্লুত। এছাড়া এসএফআই বোলপুর লোকালের উদ্যোগে আজ গোটা রায়পুর গ্রামে মাস্কও বিলি করা হয়েছে। শুধু তাই না, সুদীর্ঘ ১০ বছর পরে আজ বোলপুরের নূরপুর গ্রাম জুড়ে এসএফআই এর পতাকা উড়তে দেখা যায় গ্রামের কর্মীদের উদ্যোগে। একই ভাবে “বিভাজন নয়, ঐক্য চায়” এই সম্প্রীতির বার্তা নিয়ে রাখি বন্ধন পালিত হলো এসএফআই ইলামবাজার লোকাল কমিটির উদ্যোগে।।
এদিকে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের দিনের পর দিন হেনস্থা হতে হচ্ছে রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দ্বারা। স্কুলের বাণিজ্যিকিকরনের ষড়যন্ত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই সভাপতি। অবিলম্বে স্কুলের সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্কুলের প্রবেশ দ্বারে ও মহকুমা শাসকের দপ্তরের সামনে পোস্টারিং করলো ডিওয়াইএফআই রামপুরহাট পূর্ব লোকাল কমিটির সদস্যরা।।