মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:৩রা জুন:- সারা পৃথিবীতে করোনা নামক এই মারণব্যাধি ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র সমাজের পক্ষ থেকে ” ভারতের ছাত্র ফেডারেশন ” শিলিগুড়ি লোকাল কমিটি বিভিন্নভাবে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে ।
এবং তার অঙ্গ হিসেবে বিগত দিনের মতন গতকাল শিলিগুড়ি টাউন স্টেশন এলাকার ৮৫ জন দুঃস্থ মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিলো নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এসএফআইয়ের ছোট ছোট ভাই বোন গুলো।
সংগঠনের পক্ষ থেকে লোকাল কমিটির সম্পাদক অঙ্কিত দে জানিয়েছেন মানুষের পাশে থেকে কাজ করার এই প্রচেষ্টা আগামীতেও জারি থাকবে।