জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭ ই জুলাই,২০২১ – আজ বর্ধমানের ছাত্র ফেডারেশন এর খবর – মানবাধিকার কর্মী স্ট্যান স্বামী এর কেন্দ্রীয় প্রশাসনের হেফাজতে মৃত্যুর প্রতিবাদে গতকালকের দিল্লির বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ শহর জুড়ে পোষ্টারিং হলো ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে।

এবার অমরপুর অঞ্চলে শুরু হলো শ্রেণীহীন পাঠশালা। প্রত্যেকটি অঞ্চলে পাঠশালা শুরু করতে এস এফ আই ও যুব ফেডারেশন, গুসকরা পশ্চিম বদ্ধপরিকর। জঙ্গলমহল অঞ্চলে কমরেড মেহেবুব জাহেদী নামটা আবেগ, অদম্য সাহস এবং জেদের প্রতীক হয়ে আছে। গরীব ভূমিহীন মানুষসহ মধ্যবিত্ত মানুষের তিনি ছিলেন ছাতা। রোদ, ঝড়, জল থেকে পরিত্রাণের উপায়।এইরকম একজন ব্যক্তিত্বকে স্মরণ করে গুসকরা পূর্ব রেড ভলেন্টিয়ার্স শুরু করল তাদের নতুন প্রয়াস “মেহেবুব জাহেদী পাঠশালা”।লক্ষ্য গরীব শ্রমজীবি পরিবারের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের ফ্রী টিউশন দেওয়া।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।