জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭ ডিসেম্বর ২০২১ – গতকাল প্রতিকূল প্রাকৃতিক অবস্থাকে উপেক্ষা করেই সম্প্রীতি দিবস পালন করলো কেতুগ্রাম ১ এরিয়া কমিটির পালিটাতে। সামপ্রদায়িক সংহতির ডাক দিয়ে মৌলবাদী চক্রান্তের বিরুদ্ধে ও দেশের সংবিধান রক্ষার দাবীতে সেখানে পথসভা ও মিছিল হলো। বক্তব্য রাখেন আবুল কাদের ও এরিয়া কমিটির সম্পাদক আনসারুল হক।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) গলসী ২ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত চান্না শাখার প্রবীণ সদস্য হারু দত্ত ৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭০বছর। ১৯৮৩ সালে তিনি কৃষক সংগঠনের মধ্যে দিয়ে তিনি পার্টি সদস্য পদ লাভ করেন। তিনি ছিলেন গরীব খেতমজুর অংশের মানুষের আপনজন। তাঁর নেতৃত্বে চান্না গ্রামের ১২০বিঘা খাস জমি দখল করে ভূমি হীন মানুষদের বন্টন করা হয়। মজুরি বৃদ্ধি আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সারা ভারত খেতমজুর ইউনিয়ন তৈরি হলে তিনি এই সংগঠনে কাজ করতেন। । তার মরদেহে পার্টির লাল পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। বহুমানুষ শোকমিছিল করে শ্মশানে নিয়ে যান। উপস্থিত ছিলেন গলসী২এরিয়া কমিটির সম্পাদক কাজী জাফর আলী,শাখা সম্পাদক চিন্ময় চাটার্জী সহ চান্না ও শাকড়াই শাখার সমস্ত সদস্যরা। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন পার্টির জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, পার্টির রাজ্য কমিটির সদস্য সৈয়দ হোসেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।