জেলা

হুগলি জেলার আজকের কর্মসূচি


চিন্তন নিউজ:- ১১ ই এপ্রিল:- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায::- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে ১১ এপ্রিল, ২০২১ সন্ধ্যায় হিন্দমোটর বটতলা বাজারে, গতকাল কোচবিহারের শীতলকুচিতে পাঁচজনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে এবং সমগ্র ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সি পি আই (এম) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সদস্য দেবাশীষ নন্দী এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ‘ র প্রার্থী রজত ব্যানার্জী। সভায় উপস্থিত ছিলেন হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জয়দেব চ্যাটার্জী। সভা পরিচালনা করেন সি পি আই (এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য। সভায় বক্তারা বলেন বি জে পি এবং তৃণমূল কংগ্রেস – উভয় দলই বিভাজনের নোংরা রাজনীতি করে পরিবেশকে বিষাক্ত করে চলেছে। উস্কানিমূলক বক্তব্য রেখে গণতান্ত্রিক বাতাবরণ নষ্ট করে দিচ্ছে। এর বিরুদ্ধে রাজ্যের নাগরিকদের সচেতন হতে আহ্বান জানান তাঁরা। রাজ্যের আগামী পর্বের নির্বাচন গুলি সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার জন্য নির্বাচন কমিশন এর কাছে দাবি তোলা হয়। পথসভায় অংশ গ্রহণ করেন এলাকার সি পি আই (এম) কর্মী ও সমর্থকবৃন্দ। পথ চলতি নাগরিকরাও নেতৃত্বের বক্তব্য শোনেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।