জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৪ ই মে – গতকাল ১৩মে গলসী ২ এরিয়া কমিটির অন্তর্গত শ্যামসুন্দরপুর শাখার কালীমোহনপুর গ্রামের প্রবীণ পার্টি সমর্থক কমরেড হীরালাল সরকারের ভোর রাতে জীবনাবসান হয়।বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। এলাকায় উদ্বাস্তু আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। ১৯৭২-৭৭আধা ফ্যাসিস্ত সময়ে তিনি ভু্ঁড়ি অঞ্চলের শ্যামসুন্দরপুর, ভেঁপুর, মেরুয়াল, জাঁহাপুর, সত্যানন্দপুর, কুমারপুর, কালীমোহনপুর প্রভৃতি গ্রামগুলিতে সংগঠন গড়ে তোলেন। প্রয়াত কমরেড রামনারায়ন গোস্বামী, প্রবীণ কমরেড মদন ঘোষ, কমরেড গণেশ চৌধুরী সহ অন্যান্যরা যখন ঐ এলাকায় আত্মগোপন করে থাকতেন তখন কমরেড হীরালাল সরকার তাদের দেখাশোনার গুরু দায়িত্ব পালন করেছেন। আটাত্তরের বন্যায় কালীমোহনপুর, সত্যানন্দপুরের মানুষদের দামোদরের চড় থেকে তুলে এনে জঙ্গল কেটে বসতি স্থাপনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।দীর্ঘ দিন তিনি শাখা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সালে তিনি পার্টির প্রতীকে ভু্ঁড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন।গলসী২এরিয়া কমিটির সম্পাদক কাজী জাফর আলী তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন এবং পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন।

আজ ১৪ই মে প্রয়াত হলেন মঙ্গলকোটের প্রাক্তন যুবনেতা তথা মঙ্গলকোট এলাকার সিপিআই(এম) সংগঠক শিশির ঘোষ৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান ঘটে কমরেড শিশির ঘোষের৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর৷ প্রয়াত শিশির ঘোষের স্ত্রী ও এক কন্যা বর্তমান৷
অবিভক্ত বর্ধমান জেলায় মঙ্গলকোট জোনাল ডি ওয়াই এফ আই সম্পাদক ছিলেন কমরেড শিশির ঘোষ, ছিলেন অবিভক্ত বর্ধমান জেলার ডি ওয়াই এফ আই জেলা কমিটির সদস্য৷ সিপিআই(এম) দক্ষিণ-পূর্ব মঙ্গলকোট লোকাল কমিটির সদস্য হিসেবে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজের দায়িত্ব পালন করেন৷ মঙ্গলকোট এলাকার কৃষক সভার সংগঠনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল৷ এবারের নির্বাচনী সংগ্রামেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়৷
কমরেড শিশির ঘোষের জীবনাবসানের খবর পেয়ে কানাইডাঙ্গার বাড়িতে গিয়ে তাঁর মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সিপিআই(এম) মঙ্গলকোট এরিয়া সম্পাদক দুর্যোধন সর, সিপিআই(এম) নেতা আজফর হোসেন, শাহজাহান চৌধুরী, রেণুকা সর, রামবিকাশ বটব্যাল, বিপত্তারণ নন্দী, বৃন্দাবন ঘোষ প্রমুখ৷
কমরেড শিশির ঘোষের জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন সিপিআই(এম) মঙ্গলকোট এরিয়া সম্পাদক দুর্যোধন সর৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।