জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১০/৮/২৩ – পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অগ্রদ্বীপে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, খড়বোঝাই মোটরচালিত ভ্যানের চাকার তলায় পড়ে দুই টুকরো হয়ে যায় ৫ বছরের ছোট্ট শিশু চন্দন হালদার। ঠাকুমার হাত ধরে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারপরের ঘটনা আরও হৃদয় বিদারক।শরীরটা দুই টুকরো হয়ে যাওয়ার পরেও শিশুটি প্রায় ৪০ মিনিট বেঁচে ছিল। কথাও বলেছে। শরীরের নিচের অংশ দাদু কোলে নিয়ে। বাকি অংশ পিসির কোলে। এই অবস্থায় কাটোয়া হাসপাতালে নিয়ে আসেন তারা। হাসপাতাল ঢোকার পরেই অবশ্য শিশুটি মারা যায়।

আজ রায়না -১ এর পলাশন গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)-এর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বোর্ড গঠিত হলো। মনিকা কোঙারকে প্রধান এবং টিনা মালিককে উপপ্রধান নির্বাচিত করা হল। উল্লেখ থাকে যে, গননা কেন্দ্রে জোর করে তৃনমূলী, বিডিও এবং পুলিশের তীব্র সন্ত্রাস প্রতিরোধ করে ১০ টি আসনে জয়ী হন সিপিআই (এম) প্রার্থীরা। বোর্ড গঠনের ক্ষেত্রেও বাধা সৃষ্টির ষড়যন্ত্রে এরা সক্রিয় ছিলো। তবে আজ পঞ্চায়েত গঠনে জনগণের প্রতিরোধী মেজাজ দেখে কেউই ধারে-কাছে ঘেঁষতে সাহস পায়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।