চিন্তন নিউজ:তরুণ চ্যাটার্জীঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ডানলপ বাঁশবাড়িয়া চন্দ্রহাটী এরিয়া কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে জয়ী এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে আমাদের চন্দ্রহাটী ১ নং পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয়া মনিকা চ্যাটার্জী গণশক্তি তহবিলে ৫০০০/= অর্থ প্রদান করেন ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পার্টির হুগলী জেলা কমিটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড দেবব্রত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড সৈকত শোঁ ও এরিয়া কমিটির সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য কমরেড অনির্বাণ সরকার। সভায় দুই শতাধিক পার্টি সদস্য ,কর্মী ,সমর্থক উপস্থিত ছিলেন।
সুরজিৎ রায়ঃ-আজ ” আত্মবলিদান ” বীর শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবসে ত্রিবেনী লোকাল কমিটির যুব নেতৃবৃন্দ এর তরফ থেকে মাল্যদান কর্মসূচি পালিত হয়।
আবীর মুখার্জিঃ- আজ পান্ডুয়া থানার ইটাচূনা এরিয়া এলাকার ইটাচূনা খন্যান গ্ৰাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান নির্বাচনের সভা অনুষ্ঠিত হয়। সভায় বাম-কংগ্ৰেস জোটের সি,পি,আই(এম) প্রার্থী কমরেড বাসন্তী হেমব্রম প্রধান পদে র্নিবাচিত হলেন। উপপ্রধান পদে জোটের কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত ধাড়া র্নিবাচিত হলেন। উল্লেখ্য এই পঞ্চায়েতে সি,পি,আই(এম) ৮টি আসনে, জাতীয় কংগ্রেস ৩ টি আসনে ও ১টি আসনে নির্দল প্রার্থী যারা সি,পি,আই(এম) কে নির্বাচন পরবর্তী কালে সমর্থন জানায়। ফলে ২টি পদেই জোটের প্রার্থীরা মোট ২২ টি আসনের মধ্যে১২ টি করে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এরপর র্নিবাচিত সকল সদস্য ও জোটের নেতৃবৃন্দ খন্যান পঞ্চায়েত অফিস থেকে লাল আবীর ও দলীয় পতাকা নিয়ে বহু মানুষের সংগঠিত ও স্বতস্ফূর্ত অংশগ্ৰহনে মিছিল খন্যান ষ্টেশনবাজার পর্য্যন্ত পরিক্রমা করে। জোটের উপস্থিত নেতৃবৃন্দ এলাকার মানুষকে দূর্নীতিগ্ৰস্ত, স্বৈরাচারী তৃনমূল ও সাম্প্রদায়িক বি,জে,পি র বিরুদ্ধে এই জয় ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য আগে থেকে ও আগের দিন রাত্রি পর্য্যন্ত তৃনমূল ও ঠিকাদারদের ফোন,ও শারীরিক ভাবে উপস্থিত হয়ে হুমকি,অর্থের, চাকরির প্রলোভনের বিরুদ্ধে জোটের জয়কে সম্ভব তথা নিশ্চিত করেছেন।
জয়দেব ঘোষঃ- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, হুগলি জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ ১০/৮/২৩ তারিখে। উপস্থিত ছিলেন মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কম. কনীনিকা বোস ঘোষ ও সভানেত্রী কম.স্বপ্না ভট্টাচার্য। উক্ত সভায় জেলা কমিটির যে সমস্ত সদস্যরা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সকলকে সংবর্ধনা জানানো হয়। রাজ্য সম্পাদিকা এই লড়াইয়ের ধারাকে অব্যাহত রেখে আগামী ৮ই সেপ্টেম্বর,২০২৩ তারিখে কলকাতার ধর্মতলায় সমাবেশে সকল মহিলাকে আহ্বান জানান।এই সমাবেশকে সফল করতে এবং দেশে ও রাজ্যে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে ৮ই সেপ্টেম্বরের সমাবেশে মহিলা সমিতি হুগলী জেলা কমিটির পক্ষ থেকে সমস্ত মহিলাকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।