সৌরভ চক্রবর্তী : চিন্তন নিউজ:২রা জুন:– ৩১ মে উদ্বোধন হলো ২০ শয্যার, টাকি কোভিড কেয়ার সেন্টারের।এই সেন্টার রে সম্পূর্ণ বিনামূল্যে চার বেলা খাবারের বন্দোবস্ত থাকবে, প্রতিবেডে অক্সিজেন, ড্রিপ ষ্ট্যান্ড, প্রচুর ওষুধের স্টক, অন্যান্য সরঞ্জাম থাকছে। ইতিমধ্যেই গতকাল থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।
লিভার ফাউন্ডেশন এবং কোভিড কেয়ার নেটওয়ার্কের যৌথ উদ্যোগে, টাকি পৌরসভা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় । উদ্বোধন করেন বিধায়ক ডঃ সপ্তর্ষি ব্যানার্জী।উপস্থিত ছিলেন কোভিড কেয়ার নেটওয়ার্কের সম্পাদক, এভারেস্ট সহ বিশ্বের ৭ টি শীর্ষতম পর্বত শৃঙ্গ ও উচ্চতম আগ্নেয়গিরির শিখর বিজয়ী সত্যরূপ সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী, টাকি পৌরসভার পৌরপ্রশাসক সোমনাথ মুখার্জী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বাসব বসাক, কোভিড কেয়ার সেন্টারের ডাক্তারবাবু ডঃ সৌমব্রত মিত্র এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক এবং টাকি কোভিড কেয়ার নেটওয়ার্কের সম্পাদক প্রদীপ্ত সরকার।
বড়ো সহজ ছিল না এ কাজ, অনেক জটিল সমস্যার পাহাড় জমছিল, একের পর এক সমস্যার সমাধান করে তা বাস্তবে রূপ পেল। আর্ত মানুষের সেবায় উৎসর্গীকৃত হলো টাকি কোভিড কেয়ার সেন্টার।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ইছামতী কেন্দ্র, টাকি কোভিড কেয়ার নেটওয়ার্ক, বড়ো মুখ করে কাজ করে যাচ্ছিল, রোগীর বাড়িতে কখনও মোটর সাইকেলে কখনও নৌকোয় নদী পেরিয়ে অক্সিজেন পৌঁছে দিচ্ছিল, রোগীর বাড়িতে প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি পৌঁছে দিচ্ছিল, রোগী ভর্তিতে সহায়তা করছিল। অন্তত ১০০ জন একাজে যুক্ত ছিল অবিরত।