জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, ৯ আগস্ট ২০২৩,কৃষ্ণা সরকার— সি,পি,আই(এম) বর্ধমান সদর – ১ক্ষেতিয়া – ১ নম্বর শাখা সম্পাদক কাজী সামসুল হক বর্ধমানে একটি নার্সিং হোমে ৬৭বছর বয়সে প্রয়াত হন । ৭০ এর দশকে খুব তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হন।সেই সময় তিনি জমির আন্দোলনে যুক্ত হয়ে ছিলেন। ২০১১সালে কয়েকবার তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রান্ত হয়েছেন কিন্তু কোন ভাবেই তিনি ব্যতীত স্বীকার করেননি। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে আসেন সিপিআই (এম) জেলা সম্পাদক সৈয়দ হোসেন, জেলা কমিটির সদস্য মহবুব আলম, মৃনাল কর্মকার , এরিয়া কমিটির সদস্য অশোক ঘোষ , হাসনাত জালালী, সেখ বসিরউদ্দিন সহ শাখার সমস্ত কমরেড ।
গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কম: অমল হালদার এবং সিপিআই (এম) জেলা সম্পাদক সৈয়দ হোসেন।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী -২ এরিয়া কমিটির অন্তর্গত পীলা শাখার সদস্য খোকন সরকার গতকাল বেলা ৪টায় বর্ধমান হাসপাতালে ৫৬ বছর বয়সে মারা যান। বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান পাটি নেতৃত্ব প্রদীপ সাহা, সুব্রত ভাওয়া্‌ল, তপন কোঙা্‌র, অনিন্দ্য মণ্ড্ল, রহমান সেখ ও এরিয়া কমিটির সম্পাদক ।

গতকাল ৯ ই আগষ্ট সরস্বতী রায় রাত্রি ৯ টা নাগাদ তাঁর ছোট মেয়ের বাড়ি কল্যানীর নিকটবর্তী মদনপুরে হৃদরোগে ৭০ বছর বয়সে মারা যান। রাত্রি ৩ টের সময় পূর্ব বর্ধমানের কালনা ২ এলাকার সাতগাছি ( মালোপাড়া)র নিজের বাড়িতে তার মরদেহ আনা হয় । তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে আজ সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন পার্টির নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সরস্বতী রায়ের মরদেহে পার্টির রক্তপতাকা দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর , কালনা ২ এরিয়া কমিটির সম্পাদক মহম্মদ শা, কালনা শহর এরিয়া কমিটির সম্পাদক স্বপন ব্যানার্জী। এছাড়াও শ্রদ্ধা জানান
নবকুমার বাগ, স্বরজ রায়, পুস্পেন ভট্টাচার্য্য, শিবনাথ বসু, রঞ্জিত রায় ,আজিজ সেখ, অনুকূল বিশ্বাস,নাসির সেখ, রমেশ সরকার, সরজু সরকার সহ এলাকার বিভিন্ন স্তরের কর্মীও সাধারণ মানুষ। সরস্বতী রায় মহিলা আন্দোলনে মধ্যে দিয়ে ১৯৮০ সালে পার্টির সদস্য পদ অর্জন করেন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি অবিভক্ত কালনা জোনাল কমিটির সদস্য ছিলেন। ১৯১৩ সালে বাড়ি ভাঙচুর হয় এবং তাঁকে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। সেই সব মিথ্যা মামলা বর্তমান ।

প্রয়াত সি পি আই এমের জেলা নেতৃত্ব কৃষ্ণচন্দ্র হালদারের স্ত্রী আশালতা হালদার আজ সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে বর্ধমানের ডিপ্লোমাট নার্সিংহোমে প্রয়াত হন। শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল ১১টা পর্যন্ত মৃতদেহ বাড়িতে রাখা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।