চিন্তন নিউজ:৭ই নভেম্বর:– জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-শত বর্ষের আলোকে উদ্ভাসিত পাণ্ডুয়া এরিয়া কমিটির অফিস।
সোমনাথ ঘোষ—— শ্রীরামপুর:-ঐতিহাসিক নভেম্বর বিপ্লব বার্ষিকীতে সি পি আই (এম) চন্ডীতলা-১ এরিয়া কমিটির উদ্যোগে গঙ্গাধরপুরে প্রয়াত কমরেড সনাতন দাসের স্মরণে জীবি সভা ।
আলোচ্য বিষয় :- বর্তমান পরিস্থিতি ও আমাদের কাজ।
জীবি সভায় মূল আলোচক পার্টি হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও যুবনেতা কমরেড তীর্থঙ্কর রায়।
এছাড়া কমরেড স্বপন বটব্যাল বক্তব্য রাখেন ।
সভাপতিত্ব করেন কমরেড রঘুনাথ ঘোষ ।
এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড অশোক নিয়োগী কমরেড আশীষ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব ।

সায়ঙ্ক মন্ডল:-চুচুড়া:-আজ মহান নভেম্বর বিপ্লব দিবসে কমরেড অচিন্ত পালের স্মরণে চুঁচুড়া কামারপাড়া অফিসে CITU উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-চৌবেড়া “সান রাইস” ক্লাবের পরিচলনায় এক দিনের বিরাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়ে গেল বৈচি তে।

বৃষ্টি পাল:- ত্রিবেনী:- ঐতিহাসিক নভেম্বর বিপ্লব ১০৪ বছরে কুন্তিঘাট রেয়ন সিআইটিইউ অফিসে রক্ত পতাকা উত্তোলন এবং মাল্যদান.. এ দিনের তাৎপর্য এবং আগামী দিনে লড়াই সংগ্রাম সম্পর্কিত বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কমরেড কুমুদ মালো ।

হেমন্ত মল্লিক:- বৈচি:- বৈঁচি এরিয়া কমিটির অন্তর্গত পানপাড়া শ্রীপুর শাখা পক্ষে চারটি বুতে নভেম্বর বিপ্লব লাল পতাকা উত্তোলন করা হলো।
মহান বিপ্লব দিচ্ছে ডাক সাম্রাজ্যবাদ নিপাত যাক
ইনক্লাব জিন্দাবাদ।
সায়ঙ্ক মন্ডল:-হরিপাল:- C.P.I.(M) হরিপাল ১ এরিয়া কমিটির অন্তর্গত আশুতোষ ১নং শাখার প্রতি বুথে রক্তপতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস পালিত হলো।
সুপর্না রায়:- চুঁচুড়া:-সিপিআইএম চুঁচুড়া এরিয়া কমিটির অন্তর্গত ৫ নং শাখার ৬ টি বুথে ১০৪ তম মহান নভেম্বর বিপ্লব উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিনটি পালিত হলো।।
জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:- জাঙ্গীপাড়া:-মহান নভেম্বর বিপ্লব দিবসের দিন জাঙ্গীপাড়া ২ এরিয়া কমিটির অন্তর্গত রাজাবলহাট ২ পূর্ব শাখার পার্টি কার্যালয় উদ্বোধন এবং শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে পালন করা হল মহান নভেম্বর দিবস।। শাসক তৃনমুল ক্ষমতায় আসার পর তাদের গুন্ডাবাহিনী উল্লিখিত পার্টি অফিস ভাংচুর করেও পার্টির কার্যকলাপ বন্ধ করতে পারে নি।। এলাকার মানুষ এর আর্থিক ও কায়িক পরিশ্রম এর মধ্যে দিয়ে পার্টি অফিস নতুন করে তৈরি করা হয়।। উদ্বোধন করেন এলাকার কর্মী কমরেড বংশী মাঝি।পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতা কমরেড মধুসূদন দাস।।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-যে দুনিয়ায় মিটছে খিদে,
যৌথ খামার অস্ত্র হয়,
নভেম্বর’ই দেখিয়েছিল,
সেই দুনিয়া মিথ্যে নয়!”
আজ রক্ত পতাকা উত্তোলন করা হলো পাণ্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত বোসপাড়া-বেনেপাড়া-কামারপাড়া-তেতেরপাড়-ভেজানপুর ব্রাঞ্চে।
মহান নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক……
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-শিয়াখালার ১৯ টি বুথের মোট ২১ টি জায়গায় নভেম্বর বিপ্লব বার্ষিকীর পতাকা উত্তোলন করা হয়।
শিয়াখালা বাজারে ১৫০ কপি অতিরিক্ত গণশক্তি পত্রিকা বিক্রি করা হয়।
কমরেড রঘুনাথ ঘোষ, কম সোমনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সায়ঙ্ক মন্ডল:- শ্রীরামপুর:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুরে পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ১ নং শাখা ২ নং ৩ নং শাখা থেকে শুরু করে সমস্ত শাখা গুলিতে ১০৪ তম নভেম্বর বিপ্লব উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো এবং সমস্ত বুথে বুথে গনশক্তি পত্রিকা বিক্রি করা হলো ।
ঝিলিক দাস:- চুঁচুড়া:-নভেম্বরে বিপ্লব বার্ষিকীতে চুঁচুড়ার ১০৩ টি বুথে উত্তোলন হলো রক্ত পতাকা।আজ আমাদের CPIM চুঁচুড়া এরিয়া কমিটির ৬ নং পার্টি ব্রাঞ্চের ৫ টি জায়গায়, জ্যোতিষ সরণী, আদর্শ স্কুলের সামনে, মহামায়া কলোনি, পীর তলা এবং ষষ্ঠী তলা অঞ্চলে পর্যায়ক্রমে পতাকা উত্তোলন হয়।

রিমা চক্রবর্তী:- নবগ্রাম:-:নবগ্রাম তিন নম্বর শাখার উদ্যোগে নভেম্বর বিপ্লব উপলক্ষে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন।।
গোপাল চাকী:- হুগলি:- :হুগলী এরিয়া কমিটির অন্তর্গত 5no শাখার উদ্যোগে মহান নভেম্বর দিবস উদযাপন।
দীনবন্ধু সাহা:- হুগলি:-:মহান নভেম্বর বিপ্লবের ঐতিহ্যকে স্মরণ করে হুগলি এরিয়া কমিটির অন্তর্গত এক নম্বর শাখার নিয়ন্ত্রণে প্রতি বুথে বুথে উদযাপন।
নবনীতা চক্রবর্তী:- শ্রীরামপুর:- :আজ CPI(M) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ৩ নং শাখায় ১০৪ তম মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন এবং মহামতি লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন…..
প্রতীক চক্রবর্তী:- শ্রীরামপুর:- নভেম্বর বিপ্লবের ১০৪ বছর উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পূর্ব ১ নং শাখা( শ্রীরামপুর ১ নং ওয়ার্ড) এলাকায় বুথে বুথে রক্ত পতাকা উত্তোলন ও গণশক্তি বিক্রি কর্মসূচী।।
সুভাষ ক্ষেত্রপাল:-বৈচি:- আজ নভেম্বর দিবস উদযাপিত হল পার্টি পতাকা উত্তোলনের মাধ্যমে(বৈঁচীগ্রাম ৪০ও৪১ নং বুথে)।উপস্থিত ছিলেন এলাকার সদস্য এবং পার্টি মেম্বার কমরেড অমিত দাস ও সুভাষ ক্ষেত্রপাল এবং পার্টির কর্মি বৃন্দ।
নীলাঞ্জন অধিকারী:–শ্রীরামপুর:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির ৮-নং শাখার উদ্যোগে বুথে বুথে (১২ টি বুথে) ঐতিহাসিক নভেম্বর বিপ্লব পালিত হলো,
সঞ্জিত বারিক:-বৈদ্যবাটি:- : মহান নভেম্বর বিপ্লব জিন্দাবাদ।শাখা এলাকায় তিনটি বুথ।প্রতি বুথে পতাকা উত্তোলন শহীদ স্মরন। ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা। এই ঐতিহাসিক প্রেক্ষাপট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে “”গনশক্তি””পত্রিকা বিক্রয কর্মসূচি।এলাকার ৫০জনের কাছে পার্টি পত্রিকা পৌঁছে দেওয়া হলো।উপস্থিত সকল কমরেড কে জানাই লাল সেলাম।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-“মহান নভেম্বর বিপ্লবের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন” পাণ্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত বৈচি গ্রামের বিভিন্ন বুথে এই ছিল স্লোগান।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-আজ সকালে সরাই গ্রামের বিভিন্ন জায়গায় বুথ ভিত্তিক পতাকা উত্তোলন, নভেম্বর বিপ্লব দিবস উদযাপন কর্মসূচি পালিত হলো………….
“মহান নভেম্বর বিপ্লব জিন্দাবাদ”
সাম্রাজ্যবাদ নিপাত যাক….
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-মহান নভেম্বর দিবস উদযাপন এ পাণ্ডুয়া এরিয়া কমিটির অন্তর্গত গজিনাদাসপুর ব্রাঞ্চে র।।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে স্বাভাবিক দিনের তুলনা় ই বেশি ট্রেন সাস্থ্য বিধি মেনে চালাতে হবে।। এই দাবীতে Dyfi চন্ডীতলা ১ ও ২ লোকাল কমিটির উদ্যোগে জনাইরোড স্টেশনে মিছিল ডেপুটেশন ও সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি ।

সায়ঙ্ক মন্ডল:–শ্রীরামপুর:-সি পি আই এম হুগলী জেলা অফিসে শ্রদ্ধার পালিত হল মহান নভেম্বর বিপ্লবের ১০৪ তম বার্ষিকী। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি পি আই এম হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মহান নভেম্বর বিপ্লব ও বিপ্লব উত্তর রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতিতে তার প্রাসঙ্গিকতা, সমাজতন্ত্রের প্রয়পজনীয়তা বিস্তারিত ভাবে আলোচনা করেন। এদিন কর্মসূচিতে সি পি আই এম হুগলী জেলাকেন্দ্র এরিয়া কমিটির অন্তর্গত অফিস শাখার পার্টিসদস্যরা সহ শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির ৩ নং শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতন।

জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:- হিন্দমোটর:-কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির ৫ নম্বর ওয়ার্ডের পার্টি শাখার উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব দিবসে আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন করা হয়, ভদ্রকালী বীরেশ্বর ব্যানার্জী স্ট্রিট এলাকায়।
