চিন্তন নিউজ, কৃষ্ণা সরকার, ১৪ ই জুন, ২০২৩ – গুসকরা পশ্চিম এরিয়া কমিটি এলাকার কোটা অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হলো। সভায় সিদ্ধান্ত অনুসারে বাড়ি প্রচার, অর্থ সংগ্রহ ও দেওয়াল লিখন কর্মসূচি করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভ্রান্তিময় মুখার্জি। সভায় কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন কোহিনুর গাঙ্গুলি ও তুষার কান্তি ঘোষ।
মন্তেশ্বরে মনোনয়নপত্র পেশের প্রাক্কালে ব্যস্ত সিপিআই (এম) কর্মীরা।
একইভাবে কেতুগ্রাম ও মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতেও চলছে মনোননয়ন পেশ করার প্রক্রিয়া ।