জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:১৪/০৬/২০২৩:– উমাশঙ্কর চক্রবর্তীঃ-ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের
১) পূর্ণ নিরাপত্তা ,
২) ডি সি – আর সি তে পৌঁছানোর ও বাড়ি
ফেরার পর্যাপ্ত ব্যবস্থা করা । বাড়ি ফেরার
সময়ে নিরাপত্তার ব্যবস্থা রাখা।
৩) ডি সি – আর সি তে হয়রানি বন্ধ করা ,আর
সি এর সংখ্যা বাড়ানো ,
৪) কাগজ পত্র ও মেমোরিয়াল নিয়ে অযথা
জটিলতা না করা ,
৫) ভোট কেন্দ্রে শৌচালয়, পানীয় জল,
আলো,পাখার ব্যবস্থা নির্বাচন
কমিশনের পক্ষ থেকে আগেই করে
রাখা ,
৬) সঠিক ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা ,
৭) ভোট কেন্দ্রে খাবারের সঠিক দাম ও
মানের ব্যবস্থা করা ,
৮) 800 এর ওপরে ভোটার আছে যে কেন্দ্রে
সেখানে অতিরিক্ত একজন কর্মী
দেওয়া ,
৯) 1200 এর ওপরে ভোটার থাকলে
অক্সিলিয়ারি বুথ করা ,
১০) মহিলা ভোট কর্মীদের ডি সি এর
কাছাকাছি ও কম ভোটারের বুথে
ডিউটি দেওয়া। সেখানে শৌচালয়ের
ব্যবস্থা অবশ্যই ভালো রাখা,
১১) প্রকৃত অসুস্থ থাকলে সকলের ও ছোট
বাচ্চা থাকলে মহিলাদের জন্য ডিউটি
থেকে মুক্তি দেওয়ার বিষয়ে মানবিক
সিদ্ধান্ত নেওয়া ,
এগুলি সহ আরো কিছু দাবি নিয়ে১২ই জুলাই কমিটি,হুগলি জেলা কমিটির পক্ষ থেকে হুগলির ডি এম এর কাছে ডেপুটেশন দেওয়া হয় । ডেপুটেশন নেন‌ এডি‌এম (G) মহাশয়।
তিনি ১২ ই জুলাই কমিটির নেতৃবৃন্দকে সাধ্য মতো ব্যবস্থা নেবার আশ্বাস দেন। ‌

জয়দেব ঘোষঃ-আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে রাজ্যধরপুর পঞ্চায়েতের ১০ নং বুথে গ্রামসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমরেড শৈল পাত্রের বাড়ি বাড়ি ঘুরে প্রার্থী পরিচিতি শুরু হল…..পশ্চিম পাড়া জুড়ে চললো প্রচার…..মিললো মানুষের অভাবনীয় সাড়া….

উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড তীর্থংকর রায়, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মিঠুন চক্রবর্তী এবং পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির অন্যান্য নেতৃত্ব রা।

অশোক গাঙ্গুলিঃ-গতকাল চন্দন নগরের ১৭ ওয়ার্ডে ডেঙ্গু পর্যবেক্ষণ সপ্তাহ উপলক্ষে পদযাত্রা সংগঠিত হয় ।

সুদীপ্ত সরকারঃ-মুণ্ডলিকা অঞ্চলে পার্টি গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন কমরেড আশরাফ আলি। ১৯৬৭ সালে পার্টির সদস্য পদ লাভ করেন। মুণ্ডলিকা অঞ্চল সহ জাঙ্গীপাড়া থানা এলাকায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পার্টির জাঙ্গীপাড়া পূর্ব লোকাল কমিটির সদস্য ছিলেন। জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর। বিগত কয়েক বছর অসুস্থ ছিলেন। আজ বিকালে কমরেড আশরাফ আলি প্রয়াত হয়েছেন। আমৃত্যু তিনি পার্টির সদস্য পদ বজায় রেখেছিলেন। মুণ্ডলিকা ৩নং শাখার সদস্য ছিলেন। দীর্ঘ ৬০ বছরেরও বেশী পার্টি জীবনের সমাপ্তি হলো আজ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।