চিন্তন নিউজ:১৩/০৬/২০২৩:- দেবারতি বাসুলীঃ-১২ ই জুলাই কমিটির হুগলি জেলার পক্ষ থেকে আজ মাননীয় জেলা শাসক (হুগলী জেলা) মহাশয়ের কাছে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কর্মচারী ও শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হলো।
জয়দেব ঘোষঃ-হুগলী জেলা পরিষদের হরিপাল-জেলা পরিষদ ২৮ আসনে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন কমঃ শ্রীকান্ত ঘোষ, জেলা পরিষদ ২৯ আসনে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন কমঃ তাহমিনা রহমান কাজী এবং জেলা পরিষদ ৩০ আসনে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন কমঃ নিমাই চন্দ্র মান।
তিনি আরও জানান যে লুঠের পঞ্চায়েতের পরিবর্তে জনগনের পঞ্চায়েত গড়ে তুলতে
হুগলী জেলা পরিষদের জেলা পরিষদ ১৮ আসনে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই(এম) প্রার্থী শম্পা মজুমদার।
সৌরভ গাঙ্গুলিঃ–হুগলি জেলা পরিষদের তারকেশ্বর ব্লকের সিপিআই(এম) প্রার্থীগণ– জেলা পরিষদ ৩৪ নং আসনে দীনেশ ঘোড়ুই , তিনি বামপন্থী বন্ধুরা গ্রুপের আরামবাগ লোকসভা কেন্দ্র গ্রুপে র সদস্য , জেলা পরিষদ ৩৫ নং আসনে সুজাতা ভাস্কর ও জেলা পরিষদ ৩৬ নং আসনে পান্না গায়েন নমিনেশন ফাইল করলেন।
আব্দুল মাজিদঃ- পোলবা দাদপুর জেলা পরিষদ ১০ এ বিপাশা দাস ভৌমিক তাঁর নমিনেশন জমা দিয়েছেন আর ব্যান্ডেল – মগরা জেলা পরিষদ ১৩ তে আজ নমিনেশন জমা দিয়েছেন সুদীপ তরফদার।