চিন্তন নিউজ: ১১ই অক্টোবর:- মুক্ত করো ভয়:- কোন্নগর:-আজ সিপিআই(এম) কোন্নগর এরিয়া কমিটির ডাকে উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে নারী নির্যাতনের নির্মম ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় । কোন্নগর আন্ডারপাস থেকে নবগ্রাম সি ব্লক ইলেকট্রিক অফিস পর্যন্ত । সভা শেষে আদিত্যনাথ যোগীর কুশপুতুল পোড়ানো হয়।
জয়দেব ঘোষ:- জিরাট:-এ বি পি টি এ , এ বি টি এ এর যৌথ উদ্যোগে চন্দ্রকোনা রোড এ জাতীয় শিক্ষা নীতি ২০২০ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো।আলোচক অধ্যাপক দেবাশীষ সরকার।
শিবাজি মিত্র:- ব্যান্ডেল:-হুগলি- চুঁচুড়া পৌরসভার লাগাম ছাড়া দূর্নীতি, প্রশাসনিক বিশৃঙ্খলা, বেহাল নাগরিক পরিষেবা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১৪ তারিখ বেলা দুটোয় বামপন্থী দলগুলো র ডাকে পৌরসভা অভিযান। উক্ত কর্মসূচির সমর্থনে গতকাল ৭ নং ওয়ার্ড এর এলাকাভুক্ত ১ নং কাপাসডাঙা দে পাড়া সংলগ্ন, সিপিআইএম হুগলি এরিয়া কমিটির অন্তর্গত ১৩ নং শাখার উদ্যোগে এক বিশাল পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হলো।।
জয়দেব ঘোষ:- জিরাট:- এবিপিটিএ, এবিটিএ, ডিওয়াইএফআই, এসএফআই (ABPTA, ABTA, DYFI, S FI) ও সারা ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে কাজ হারানো মানুষজন এবং খেটে খাওয়া গরীব শ্রেনির মানুষ জনের কাছে রান্না করা খাবার “জনতার হেঁসেল” নামে প্রতিদিন প্রায় আড়াইশো জন মানুষের কাছে পৌঁছে দিতে পারছি আমরা।গত সাতাশে সেপ্টেম্বর থেকে চলছে জনতার হেঁসেল। আজ এবিটিএ বৈদ্যবাটি চক্রের তত্ত্বাবধানে শেওড়াফুলি চাতরাতে নিরন্নমানুষের মুখে খাবার তুলে দেওয়ার কর্মসুুচী পালন হল।
সুদীপ্ত সরকার:- জাঙ্গীপাড়া:- একটা যুগের সমাপ্তি ঘটলো৷ জাঙ্গীপাড়া থানা এলাকার গরীব মানুষের চিকিৎসার একমাত্র ভরসা “বাগীশ ডাক্তার” শ্রী অজিত ব্যানার্জী আজ দুপুর ১২টা ৩০ মিনিটে প্রয়াত হলেন৷ মৃত্যুকালে বয়স হরেছিল ৮০ বৎসর৷ বেশ কয়েক মাস যাবৎ লিভারের সমস্যায় ভুগছিলেন৷ ১৯৭৮সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি কৃষ্ণনগর গ্রাম থেকে পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন৷ অসম্ভব জনপ্রিয় ‘ডাক্তারবাবু’র মৃত্যু সংবাদ পেয়ে অগণিত মানুষ ভীড় জমাতে শুরু করেন৷ বেলা ৩ টা ৩০মিনিট নাগাদ তাঁর মরদেহ নিয়ে বৈদ্যবাটী হাতিশালা ঘাটে রওনা দেওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে৷ আমৃত্যু তিনি পার্টির একনিষ্ঠ সমর্থক ছিলেন৷ তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ অজিত ব্যানার্জী অমর রহে৷।
সুদীপ্ত মুখার্জি:-বৈদ্যবাটি:-বৈদ্যবাটি পৌরসভার ২ নং ওয়ার্ড এ জনতার হেঁশেল এ এস এফ আই ও ডি ওয়াই এফ আই ও মহিলা সমিতির উদ্যোগে এলাকায় দুঃস্থ মানুষের জন্য দুপুরের খাবারের বন্দোবস্ত করা হয়।
অভ্রময় বিশ্বাস:- চন্দননগর:- প্রগতি সংস্কৃতি পরিষদ ও সংযুক্ত নাগরিক কমিটির চন্দননগর ১ নং ওয়ার্ডের উদ্যোগে এবং পিআরসির সহযোগিতায় আজ রবিবার ১১/১০/২০২০ হরিদ্রাডাঙ্গা গড়েরধারের প্রগতি সংস্কৃতি পরিষদ ভবনে একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ৭২ জন নাগরিক স্বাস্থ্য পরীক্ষা করান। উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট ডাক্তার শ্রী স্বপন অধিকারী মহাশয়।