কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ: ১৫/০৬/২০২৩:- দূর্নীতির মাথাদের শাস্তির দাবীতে তদন্ত প্রক্রিয়ার শিথিলতা চলবে না।
R.S.S B.J.P T.M.C র গোপন আঁতাতের বিরুদ্ধে।
যোগ্য চাকুরী প্রার্থীদের নিয়োগের দাবীতে ও রাজ্যে গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে সিপিআই (এম) ভবানীপুর এরিয়া কমিটির আহ্বানে চেতলা জালের হাটের মোড়ে চেতলা ৬ নং শাখার উদ্যোগে গণসাক্ষর সংগ্রহ ও পথসভা অনুষ্ঠিত হয়…….
এই কর্মসূচিতে ২০০ টি সাক্ষর সংগ্রহিত হয়।
দুর্নীতি বিরোধী গণ স্বাক্ষর অভিযান রাধারাণী প্রেস(সুইন হো লেন) এ সিপিআই(এম) কসবা-৩ এরিয়া কমিটির অন্তর্গত সিআইটিইউ কসবা-৩ এরিয়া সমন্বয় কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন কসবা-৩ কমিটির উদ্যোগে।।
রাজ্য ও দেশব্যাপী দুর্নীতির উৎস উন্মোচন, দুর্নীতিগ্রস্তদের শাস্তি এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সি.পি.আই. (এম), মানিকতলা ৩ এরিয়ার শ্যামবাজার মোড়ে ‘রুপার’ সামনে পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি…