চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৫ জুন, ২০২৩ –
চোপড়ায় মনোনয়ন দিতে যাবার পথে বাম-কংগ্রেসের মিছিলের ওপর তৃণমূল গুন্ডাদের এলোপাথাড়ি গুলিবর্ষণ… প্রাথমিক খবর অনুসারে নিহত ২, আহত কমপক্ষে ২০।
নির্বাচন কমিশনের অপদার্থতা, পুলিশ প্রশাসনের একাংশের দলদাসের ভূমিকার প্রতিবাদে কালনা শহরে প্রতিবাদ মিছিল হলো।
গুসকরা পশ্চিম এরিয়া কমিটি এলাকার কোটা অঞ্চলের ১৮টি গ্রাম পঞ্চায়েতের ও ৩টি পঞ্চায়েত সমিতির মনোনয়ন পর্ব শেষ করে কর্মীসভা এবং কর্মীসভার পরে দেওয়াল লিখন, অর্থ আদায় ও বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি রূপায়ণে কোটা অঞ্চলের সমস্ত গ্রামের নেতৃত্ব ও কর্মীবাহিনী আজ থেকে লড়াই-এর ময়দানে নামলেন।