জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:০৮/০২/২০২৪:– তরুণ চ্যাটার্জীঃ-ডানলপ বাঁশবেড়িয়ে চন্দ্রহাটি, এরিয়া কমিটির অন্তর্গত ১০ নম্বর শাখার উদ্যোগে বাড়ি বাড়ি জনসংযোগ ও গণসংগ্রহ কর্মসূচি চলছে । উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) হুগলি জেলা কমিটির অন্যতম নেতৃত্ব কমরেড সৈকত শোঁ।

সুব্রত দাশগুপ্তঃ-আজ সি পি আই এম ডানলপ- বাঁশবেড়িয়া – চন্দ্রহআটই এরিয়া কমিটি র ১২ নং শাখায় উমা পল্লী তে গণ অর্থ সংগ্রহ করা হলো।

পার্থ চ্যাটার্জীঃ-চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির ১৪ এবং ১৬ নং শাখায় আজ বিকালে বাড়ি বাড়ি প্রচার ও অর্থ সংগ্রহ হয়েছে।

দেবারতি বাসুলীঃ- ক) প্রয়াত সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির বলরামবাটি শাখার প্রাক্তন পার্টি সদস্য,১৯৮৩ সালের পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমরেড রাজকুমার মাল।বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যু সংবাদ শুনে বাড়িতে পার্টির পতাকা ও মালা দিয়ে শ্রদ্ধা জানান পার্টির প্রবীণ নেতা পাঁচকড়ি দাস,শংকর সিংহ,এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ সাঁতরা,শাখার পার্টি সদস্য অনিল দাস,মিহির পাল ,রণজিৎ চ্যাটার্জী সহ কর্মীবৃন্দ।পুরো পরিবার পার্টির পরিবার।স্ত্রী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য।রেখে গেলেন স্ত্রী,এক পুত্র, পুত্রবধূ,কন্যা সহ অসংখ্য পার্টি কমরেডকে।

খ) সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির বলরামবাটি শাখা এলাকায় জনসংযোগ ও গণঅর্থ সংগ্রহের কর্মসূচি। উপস্থিত ছিলেন আব্দুল হাই,অভিজিৎ সাঁতরা, অনিল দাস,অরুণ সিংহ,অসিত বরণ দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।