চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭ জুলাই, ২০২১ – টীকাকরণের ক্ষেত্রে দুর্নীতি, দলবাজি ও হয়রানির অবসানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে গতকাল কালনা পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় সি পি আই(এম) কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে।
করোনা অতিমারিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে সিপিআই(এম), বর্ধমান শহর-২ এরিয়া কমিটির উদ্যোগে আজ সকালে ‘রক্তদান শিবির’ অনুষ্ঠিত হলো রাধানগর পাড়া এলাকায় এরিয়া দপ্তরে। রক্ত গ্রহণ করে শিবশঙ্কর সেবা সমিতি’র ‘রশ্মি ব্লাড ব্যাঙ্ক’। শিবিরে করোনা বিধি মেনে রক্তদান করেন ৫০ জন। এর মধ্যে ৬ জন যুবতী রক্তদান করেন।
প্রখ্যাত সমাজকর্মী স্ট্যান স্বামীর হত্যার প্রতিবাদ জানিয়ে আজ বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে বামপন্থী গণসংগঠন সমূহের উদ্যোগে বর্ধমান শহরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সভায় বক্তব্য রাখেন অতনু হুঁই। উপস্থিত ছিলেন অচিন্ত্য মল্লিক, আভাস রায়চৌধুরী, তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী সহ অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ।
জামালপুর ব্লকের জৌগ্রাম গ্রামের বাসিন্দা, বয়স ৭৮, উনি কোভিডে আক্রান্ত। ওনার পরিবারের সদস্যরা জামালপুর রেড ভলেন্টিয়ার্স এর সদস্যদের সাথে যোগাযোগ করে জানান অক্সিজেন প্রয়োজন।
জামালপুর রেড ভলেন্টিয়ার্স এর ‘সদস্য’রা ওনার বাড়িতে অক্সিজেন সিলেন্ডার নিয়ে পৌঁছে গেলেন।