জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- দেবারতি বাসুলীঃ-৮৩ দিন পায়ে হেঁটে লাদাখ পৌঁছে নজির সৃষ্টি করেছেন হুগলীর মিলন মাঝি,,,, আজ ফিরলেন বাংলায়। হাওড়া স্টেশন এ ওনাকে সংবর্ধনা দেওয়া হলো ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে। আজ রবিবার ২২ শে মে , ভারতীয় সময় সকাল ৭:৩০ মিনিটে সমস্ত প্রতিকুলতা কে উপেক্ষা করে অক্সিজেন সাপ্লিমেন্ট ছাড়াই এভারেস্ট জয় করলেন হুগলি চন্দননগর এর সোনার মেয়ে পিয়ালী বসাক।

তিলক ঘোষঃ-আজকের দিনে গতবছর ২২ শে মে কমরেড ভরত ঘোষ প্রয়াত হয়েছেন।আজকে দিনটিকে স্মরণে রেখে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সাওড়া পার্টি অফিসে অনুষ্ঠিত হল।সভাপতিত্ব করলেন উনির সহকর্মী আকতার চৌধুরী।স্মৃতি চারনা করলেন দেবকুমার চ‍্যার্টাজী, সৈয়দ মহ ইয়াসিন, তরুণ ঘোষ,তিলক ঘোষ জাকির হোসেন প্রমুখ।শুরুতে প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয়।ভরতদার ভাইপো পিয়াস ঘোষ ও প্রিয়ধি ঘোষ স্মরনসভায় উপস্থিত ছিলেন।সত্তর,,,, পঁচাত্তর জন উপস্থিত ছিলেন।প্রাকৃতিক পরিস্থিতি প্রতিকুল।

বরুন করঃ- চুঁচুড়া বিধানসভার খাদিনামোড়ে ৫০০ কোটি টাকার জমি কেলেঙ্কারি হয়েছে। জলাভূমি বুজিয়ে ১০ তলার আবাসন তৈরির এর প্রকল্পে জড়িত চুঁচুড়া র বিধায়ক । উনি নিজেও ঐ আবাসনে একটি বিশাল ফ্ল্যাট নিয়েছেন। এই নিয়ে হাইকোর্টে চুঁচুড়া র বিধায়ক অসিত মজুমদার এর বিরুদ্ধে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে বিধায়ক অসিত মজুমদার কে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার এর দাবি জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।