ভোলা হাজরা :– চিন্তন নিউজ: ১৮ই আগস্ট:- আজ খুব স্মরনীয় দিন কারণ আজ কমরেড কিষেণলাল সেনগুপ্ত মহাশয় এর মায়ের মৃত্যু দিন।।আজ কিষেনবাবু নিজের মাকে স্মরণ করেছেন এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে। তাঁর পরিচিত সকল কমরেডদের একত্র করেছেন সবুজের অভিযান প্রাঙ্গনে। কিষেনবাবু সকল কমরেড উপস্থিত হলে তিনি সম্পূর্ণ নিজ খরচে চন্দননগর গোন্দলপাড়া মিলে কর্মরত এবং মিল সংলগ্ন এলাকায় প্রায় আশিটি পরিবার এর হাতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন এবং আরও একটি কাজ করেন ওই অঞ্চলের দুজন ছাত্রীর পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করার কথা দেন।।
সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে:- আজ কোন্নগরে কানাইপুর পঞ্চায়েত কাছে আমফানে ক্ষতিগ্রস্ত ক্ষতিপুরণ দাবিতে কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগ আজ ডেপুটেশন কর্মসূচি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো।