সূপর্ণা রায়:চিন্তন নিউজ: ১৯৩০সাল থেকেই ভারতের স্বাধীনতা দিবস পালিত হ’ত ২৬শে জানুয়ারি। ১৯২৯ সাল, জওহরলাল নেহেরু তখন কংগ্রেস সভাপতি।। তিনিই ডাক দেন ব্রিটিশ সাম্রাজ্যের থেকে পূর্ণ স্বরাজ। এরপর ১৯৩০ সাল থেকে জওহরলাল নেহেরুর ডাক উপেক্ষা করতে না পেরে ২৬ শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হ’তে থাকে যতদিন না ভারতবর্ষ স্বাধীন হয়।
এখন প্রশ্ন ১৫ ই আগষ্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস কিভাবে হলো? ব্রিটিশ পার্লামেন্টে লর্ড মাউন্ট ব্যাটেনকে এক আদেশপত্র দিয়েছিল ১৯৪৮ সালের ৩০শে জুন এর মধ্যে ক্ষমতা হস্তান্তরের।। এতে আপত্তি করেন সি.রাজাগোপালচারী। তিনি আপত্তি জানিয়ে বলেন এতদিন অপেক্ষা করার কোন যথাযথ কারণ নেই, কাজেই মাউন্ট ব্যাটেন ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট ভারতবর্ষের শাসন ক্ষমতা হস্তান্তর করেন।।সেই সময় মাউন্ট ব্যাটেন দাবি করেছিলেন ক্ষমতা হস্তান্তর এর দিনটি এগিয়ে আনার মধ্যে তিনি রক্তপাত ও দাঙ্গা এড়িয়ে যেতে পেরেছেন।। তবে তিনি যে ভূল কথা বলেছেন তাও স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, এবং বলেছেন, যেখানে সাম্রাজ্যবাদের অন্ত করতে হয়েছে সেখানেই রক্তপাত ও দাঙ্গা হয় এবং এটাই স্বাভাবিক।।
ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ ই আগষ্ট ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন এবং জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন।। সরকার বদল হয়েছে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হয়নি।