চাকদা’র সংবাদদাতা শুভম ভৌমিক জানাচ্ছেন:- আজ ১৩,১৪ নং যুব কমিটির উদ্যোগে যুব অফিস এর সামনে মানুষের সাহায্যের জন্য একটি ক্যাম্প অফিস করা হয়েছিল যেখানে সমস্ত সরকারি প্রকল্পের ফর্ম ফিল-আপ করা হয়।
নদীয়া থেকে তমাল মজুমদার জানাচ্ছেন, নদীয়া পায়রাডাঙ্গা রেল গেটের পূর্ব ও পশ্চিম পাড় সংলগ্ন এলাকার রাস্তার বেহাল দশার জন্য মানুষ অশেষ দুর্গতিতে। ক্ষুব্ধ মানুষদের সাথে নিয়ে রানাঘাট পি ডব্লিউ ডি অফিসে ডেপুটেশন দিল এস এফ আই , ডি ওয়াই এফ আই এবং রেড ভলান্টিয়ার সদস্যরা।