চিন্তন নিউজ:১৬ই আগস্ট:- গৌতম প্রামাণিক– আজ দেশের স্বাধীনতা দিবস! যে কোনো দেশের স্বাধীনতা দিবস হলো সেই দেশের নাগরিকদের কাছে অত্যন্ত পবিত্র দিন!
সেই দিক দিয়ে ভারতের এই পবিত্র দিনে কোটি কোটি দেশবাসীর কাছে এই পবিত্র আনন্দের কোনো অনুভূতি নেই! দেশের সরকার এবং সরকার পরিচালক বিজেপি দল, এই অনুভূতি থেকে সরিয়ে সাম্প্রদায়িক বিভাজনের বিষ খেলায় মেতে উঠেছে!! তারই প্রতিবাদে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), চৌরঙ্গী ২ এরিয়া কমিটির অন্তর্গত ৪৯ ওয়ার্ডের পক্ষ থেকে এ পি সি রোডে মানব শৃংখল করে (শারীরিক দুরত্ব বজায় রেখে) কর্মসূচি পালন করে। বক্তব্য রাখেন এলাকার ছাত্র-মহিলা- নাগরিক নেতৃবৃন্দ।

সাথী ভট্টাচার্য জানান, সিপিআই(এম) কাশীপুর-চীৎপুর-টালা এরিয়া কমিটির উদ্যোগে পালিত হ’ল স্বাধীনতা দিবস। এলাকায় মানবপ্রাচীর গড়ে তোলা হয় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় বীর যোদ্ধাদের প্রতি। এরিয়া কমিটির সম্পাদক প্রতীপ দাশগুপ্ত উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

সংবাদদাতা– কাকলি মৈত্র:- দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় নীতি, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে, দেশের যুক্তরাষ্ট্রীয় নীতি নস্যাৎ করার প্রতিবাদে, দেশের স্বাধীনতা শক্তিশালী করার লক্ষ্যে, বিজেপি সরকারের সংবিধান বিরোধী কাজের
বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হোন।

উপরোক্ত দাবিতে কলেজ স্ট্রিট, বাটা, এন্টালী বাজার, রাজাবাজার, রাসবিহারী, কাঁকুরগাছি, মেটিয়াবুরুজ, বেহালা ট্রাম ডিপো প্রভৃতি কলকাতার ৪৪ টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। কলেজ স্ট্রিট বাটার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র।
পার্কসার্কাস বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এলাকায় মাস্ক, স্যানিটাইজার বিলি করা হল।

বড়িশা-সোদপুর-হরিদেবপুর বিজ্ঞান কেন্দ্রের আহ্বানে আজ ৪০০ মাস্ক বিলি করা হয় বেহালার রিক্সাচালক, ভ্যানচালক ও সবজি বিক্রেতাদের মধ্যে।
