জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৬ই মার্চ – নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট নেওয়া হলো আজ ৬ই মার্চ শনিবার বর্ধমান শহরে, কাটোয়া শহরে এবং গলসীতে।

পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেস-আই‌এস‌এফ সংযুক্ত মোর্চার ডাকে মহামিছিল হলো বর্ধমান শহরে।

গতকাল সন্ধ্যা ৬ টায় আব্দুস সফিক মন্ডলের জীবনাবসান হয়েছে।তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। তাঁর বাড়ি তেলসাড়া গ্রামে। যুব আন্দোলনের মধ্য দিয়ে তিনি ২০০৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কস বাদী) র সদস্যপদ অর্জন করেন। তিনি মেমারি-১ পশ্চিম এরিয়া কমিটির বড়মশাগড়িয়া শাখার সদস্য ছিলেন। তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও দুই পুত্র বর্তমান। পার্টি নেতা কমরেড সনৎ ব্যানার্জী, জয়দেব মুখার্জী সহ অসংখ্য পার্টি নেতা, কর্মী ও দরদীরা উপস্থিত হয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। আব্দুস সফিক মণ্ডলের এই অকাল প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন সি পি অই(এম) মেমারি-১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক কমরেড সনৎ ব্যানার্জি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।