জেলা

আজকের হুগলি জেলার সংবাদ


চিন্তন নিউজ, ১২ অক্টোবর, জয়দেব ঘোষ, পান্ডুয়া: আজ কমরেড গোলাপি মন্ডলের স্মরণে তিন্না কলোনিতে স্মরণ সভা পালন হলো। আলোচনায় উঠে এলো গোলাপি মন্ডলের কর্মময় জীবনের বৃত্তান্ত।

জয়দেব ঘোষ, পান্ডুয়া: কর্মরত ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারীদের পক্ষ থেকে করোনা অতিমারীতে দুর্দশাগ্ৰস্ত গরীব প্রান্তিক অসহায় মানুষের হাতে আজ অসময়ের রান্নাঘরের দুপুরের আহারের খরচের দায়িত্ব পালন করলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, বাঁকুড়া জেলা। রামেশ্বরপুর শাখা এলাকায় রামেশ্বরপুর উত্তর বুথে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়।

আবীর মুখোপাধ্যায়, বৈদ্যবাটি: উত্তরপ্রদেশ ও সারা দেশে বেড়ে চলা ধর্ষণ, দিনের পর দিন বেড়ে চলা মূল্য বৃদ্ধি ও জনবিরোধী কৃষি আইন,শ্রম আইন ও এন.ই.পি.-এর বিরুদ্ধে আজ বৈদ্যবাটী এস.এফ.আই, ডি.ওয়াই.এফ.আই, এ.আই.ডি.ডব্লিউ.এ. আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ বৈদ্যবাটী জোড়া অশ্বত্থতলা থেকে বেঙ্গল মোড় পর্যন্ত মশাল মিছিল সংগঠিত হলো।

কৌশিক মালিক, আরামবাগ: আজ আরামবাগ সিপিআইএম ১নং লোকাল কমিটির উদ্যোগে কালিপুর ১২ নং ওয়ার্ড-এ চলছে গণ অর্থ কর্মসূচি ও জনসংযোগ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।