দেশ

রাজস্থানের বাওয়ালের কেইহিন ইন্ডিয়া প্ল্যান্টে মহিলা শ্রমিক আন্দোলনের জয়।


দিল্লী সংবাদদাতা : পাপিয়া মজুমদার: চিন্তন নিউজ:৬ই মার্চ:– ‘কেইহিন ফিন ইন্ডিয়া’ নামে রাজস্থানের এক অটোমোবাইল কোম্পানির এক কারখানায় কেবলমাত্র মহিলা শ্রমিকরাই কাজ করেন। তাদের মধ্যে কোনও ইউনিয়ন ছিলো না। তবে তারা নিজেদের মধ্যে একটা কমিটি করে রেখেছিলো। সেই কারখানায় তাদের খুব কম বেতনে কাজ করতে হতো। তারা তাদের মজুরি বৃদ্ধির জন্য অনেক দিন ধরে দাবি করে আসছিলো কারখানার মালিক ও ম্যানেজমেন্টের  কাছে।

কিন্তু তাদের দাবি মানতে অস্বীকার করে কোম্পানির ম্যানেজমেন্ট, উপরোন্ত গত ১৩ ফেব্রুয়ারী সেই মহিলা শ্রমিক কমিটির ৬ জন প্রতিনিধি সহ ৯ জন শ্রমিককে সাসপেন্ড করেন। তাতে মহিলা শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে ও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হন ।

১৫ ই ফেব্রুয়ারী থেকে উক্ত অটোমোবাইল কোম্পানির কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। লাগাতার ১৬ দিন ধরে এই বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যান।

অবশেষে ২রা মার্চ শ্রম বিভাগের কর্মকর্তাদের মধ্যস্থতায় ম্যানেজমেন্ট ও শ্রমিক কমিটির মধ্যে এক লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়।

তাতে সমস্ত শ্রমিকদের কাজ সহ ৩ বছর মেয়াদি ৯৫০০ টাকা বেতন বৃদ্ধির চুক্তি স্বাক্ষরিত হয়। মহিলা শ্রমিকরা পুরো সংঘবদ্ধ ভাবে পুরো আন্দোলনে অটল ভূমিকায় অবতীর্ণ থাকায় জয়ের খেতাব এলো তাদের ঝোলায়।

এই চুক্তি আবারও প্রমাণ করে দিলো ঐক্যবদ্ধ আন্দোলনই এনে দিতে পারে সাফল্যের চাবিকাঠি।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।