জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, ৯জুন২০২৩:- কৃষ্ণা সরকার– গতকাল সেলস প্রমোশন কর্মীদের জেলা সম্মেলনে দাবি উঠলো ওষুধের দাম কমাও
ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টটিভস ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হলো রবীন্দ্র ভবনে।এস আর লস্কর নগর তরুণ রায় মঞ্চ নাম দেওয়া হলো। ২১২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনকে উদ্বোধন করে বক্তব্য রাখেন সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সভাপতি অচিন জস।। সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক কৌশিক ব্যানার্জী। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসব রায়চৌধুরী, রাজ্য কমিটির সদস্য সুজিত মিশ্র, শান্তনু বাঁক ও সুদীপ ব্যানার্জী।।২০ জন প্রতিনিধি প্রতিবেদনের ওপরে আলোচনা করেন। সম্মেলনে ওষুধের দাম কমানোর দাবি , সদস্যপদ সংক্রান্ত, ম্যানেজমেন্টের বর্তমান আক্রমনের বিরুদ্ধে , মেডিক্যাল রিপ্রেজেন্টটিভসদের হাসপাতালে কাজের অধিকার ও সংগঠনের আগামী রাজ্যে সম্মেলন সফল করা মোট ৫ টি প্রস্তাব গৃহীত হয়। সম্মেলন মঞ্চ থেকে সঞ্জয় প্রসাদ সভাপতি,ইন্দ্রজিৎ কুন্ডু সেক্রেটারি ও রবীন চ্যাটার্জী কোষাধক্ষ সহ ২৭ জনের নতুন জেলা কমিটি সর্বসম্মত ভাবে নির্বাচিত হয়।

কাটোয়ায় শতাধিক বস্তিবাসী মানুষকে নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো,সমস্ত বস্তিবাসী মানুষের পাকা বাড়ি,জমির পাট্টা, দুশো ইউনিট পর্যন্ত বিদ‍্যুৎ বিল মকুবের দাবিতে। উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক অরিন্দম মৌলিক ও অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।