চিন্তন নিউজ:-০৯/০৬/২০২৩:-/ সুদীপ্ত সরকারঃ-গতকাল রাধাণগর অঞ্চলের হিজুলী গ্রামে শাসক দলের সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। পথসভায় বক্তব্য রাখেন সুদীপ্ত সরকার, তপন রায়, পলাশ কোঙার, অষ্টম মালিক। সভাপতিত্ব করেন হরপ্রসাদ সিংহ রায়।
রতন মন্ডলঃ-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, রবীন্দ্র-২ ইউনিটের পক্ষ থেকে ডি ওয়াই এফ আই এর প্রতিষ্ঠা দিবসে চারের গোড়া তে শ্বেত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন ।
সোনিয়া অধিকারীঃ-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, শিমলা ইউনিটের পক্ষ থেকে DYF এর প্রতিষ্ঠা দিবসে শ্বেত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করা হয় পূর্ব শিমলা পার্টি অফিস ।
সিদ্ধার্থ গুহঃ- ডি ওয়াই এফ আই এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস,এই উপলক্ষে ডি ওয়াই এফ আই মৃগালা ২নং ইউনিটের পক্ষ থেকে স্নেহেন্দু বিকাশ ভবনে পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হলো। পতাকা উত্তোলন করে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন মৃগালা ২নং ইউনিটের সম্পাদক কম: সিদ্ধার্থ গুহ।