জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১২/৯/২০২৩ –
ভাতার-পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন দুর্নীতি, লুট গণতন্ত্রহত্যা সহ ১০দফা দাবিতে ভাতাড় ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে আজ ভাতার রবীন্দ্র পল্লী থেকে স্টেশন হয়ে ভাতার বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল ও ভাতাড় বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হলো ।ডেপুটেশনে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য সুভাষ মন্ডল, এরিয়া কমিটির সদস্য নজরুল হক, কবিরুল ইসলাম, ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মদনমোহন বৈরাগ্য, সিপিআই নেতৃত্ব অসিত হাজরা। বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ভাতাড় ১ আঞ্চলিক কমিটির সম্পাদক মিজানুর রহমান মন্ডল । বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য বামাচরন ব্যানার্জি, যুব নেতা শুভাশিস মিত্র, কৃষক নেতা নজরুল হক ও অন্যান্য নেতৃত্ব।

ভাতার ১ – সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ভাতার ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মহিলাপ্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ও সভা অনুষ্ঠিত হয় ভাতার পার্টি অফিসে । এই সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির পক্ষে মনিমালা দাস, আঞ্চলিক কমিটির সম্পাদিকা ভারতী হাজরা, অসীমা হাজরা ও গণআন্দোলনের পক্ষে সুভাষ মন্ডল, মিজানুর রহমান এবং প্রার্থীরা নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন ভারতী হাজরা ।

বর্ধমান - 

বর্ধমান শহর ১ এরিয়া কমিটি “এলাকায় জিনিস পত্রের দাম কমাও ও বেকারদের কাজ দাও” – এই শীর্ষক
সারা দেশ ব্যাপী প্রচার চলছে।
আজ সন্ধ্যায় বোরহাট বাজার এলাকায় কমরেডরা প্রচার কার্য করছেন।
৫ ই অক্টোবর ২০২৩ পার্লামেন্ট অভিযান লক্ষ্যে বর্ধমান ১ এরিয়া কমিটির মহিলা সমিতির সদস্যারা মিছিল সংগঠিত করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।