জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:১৫/০৯/২০২৩:- আবীর মুখার্জিঃ-“১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে,সরকারি সকল শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে,সিঙ্গুর সহ হুগলী জেলা জুড়ে নতুন কারখানা স্থাপন করতে হবে ও বন্ধ কারখানা খুলতে হবে,সকলের জন্য শিক্ষা ও কাজের দাবী সহ একাধিক দাবীতে এবং সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে” ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(DYFI) হুগলী জেলা কমিটির আহ্বানে আজ দুপুরে চুঁচুড়া তে হুগলি সদর মহকুমার মহকুমা শাসকের কাছে মিছিল করে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হলো। পিপুলপাতি মোড় থেকে মিছিল শুরু করে ঘড়িরমোর পর্যন্ত মিছিল হয়, ঘড়িরমোরে যুব কর্মীরা অবস্থানে বসে DYFI জেলা সম্পাদক সহ পাঁচজন যুব কর্মী মহকুমা শাসকের কাছে গিয়ে ডেপুটেশনের দাবিপত্র পেশকরেন। এই মিছিল ও ডেপুটেশনে DYFIএর সঙ্গে যুবলীগ কর্মরাও উপস্থিত ছিলেন।

জয়দেব ঘোষঃ-আজ ১৫।৯।২৩ তারিখে গোঘাট অঞ্চল কৃষক সমিতি ও গোঘাট খেতমজুর ইউনিয়নের উদ্যোগে, গোঘাট এক নম্বর এরিয়া কমিটির অফিসে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ।এই রক্তদান শিবির উদ্বোধনের শুরুতে পুষ্প স্তবক দিয়ে ডাক্তার লক্ষীকান্ত ঘোষ মহাশয় কে সংবর্ধিত করেন রক্তদাতা করবি পাল।এরপর আনুষ্ঠানিক ভাবে রক্তদান শিবিরের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লক্ষীকান্ত ঘোষ মহাশয়। লক্ষীকান্ত ঘোষ উদ্বোধন করতে গিয়ে বলেন যে ,রক্ত কোনদিন তৈরি করা যায় না। রক্ত মানুষকে দিতে হয়। তবেই মুমূর্ষু রোগী বাঁচতে পারে ।পাশাপাশি রক্ত দিলে দাতার উপকার হয় ।পুরানো রক্ত বেরিয়ে গিয়ে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। তিন মাস ছাড়া রক্ত দেওয়া যায়। ডেঙ্গু রোগীর জন্য রক্ত প্লেট দরকার হয় ।যত বেশি রক্ত ব্লাড ব্যাংকে থাকবে তাতে ডেঙ্গু রোগীর সুবিধা হবে। এই উদ্যোগ খুব ভালো ।যাতে সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন তার জন্য তিনি আহ্বান জানান। বিশিষ্ট মানুষজন যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরকে ও ব্লাড ব্যাঙ্কের ডাক্তারবাবুসহ অন্যান্য কর্মীদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করেন নব পাত্র।রক্তদান শিবির শুরু হয়েছে ঠিক ১১ টায়। মেয়েদের ভিড় লক্ষণীয়। প্রত্যেক রক্তদাতা কে একটি করে কাগজি লেবুর চারাগাছ দেওয়া হয়েছে। কৃষক সমিতির , ক্ষেতমজুর ইউনিয়নের ও সি আই টি ইউ র ,যুব ,ছাত্র, মহিলা সংগঠনের জেলা ও থানা স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাসুদেব কুশারী। মোট রক্তদাতা ৭৪ জন তার মধ্যে মহিলা ১৮ জন। রক্তদাতাদের আহারের ব্যবস্থা ছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।