চিন্তন নিউজ, ১৫সেপ্টেম্বর২০২৩, কৃষ্ণা সরকার– কমিউনিস্ট পার্টি বর্ধমান শহর ১নম্বর এরিয়া কমিটির পার্টি সদস্য মহিলা সমিতির জেলা নেতৃত্ব এবং সর্বক্ষণের কর্মী কাকলি গায়েন দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন ।১৮জুলাইʼ২৩ তারিখে তিনি প্রয়াত হন।
আজ এবিটিএ হলে তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জনার্দন রায়।বক্তব্য রাখেন জেলা নেতৃত্ব তাপস সরকার, অচিন্ত্য মল্লিক ।উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব অপূর্ব চ্যাটার্জী,এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম ও অন্যান্য নেতৃত্ব।
আজ দাবি দিবসে উপলক্ষে কার্জন গেট থেকে মিছিল করে বর্ধমান পৌরসভার সামনে এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে “দুর্নীতি বন্ধ হোক ও শিক্ষাক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সুস্থ পরিবেশ ফিরে আসুক” এই দাবিতে মিছিল বিক্ষোভ,অবরোধ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ দাতা- সোমনাথ দে–
দাবি দিবসে এস এফ আই, ডিওয়াই র,কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কাটোয়া এস,ডি,ও, অফিসের সামনে
“সকলের জন্য শিক্ষা ও কাজ চাই “
” কাটোয়া বর্ধমান ট্রেন বৃদ্ধি ও কাটোয়া আহমেদপুর লাইনে ভাড়া কমাতে হবে” “কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগৃহীত জমিতে কর্মমুখী শিল্প গড়তে হবে” এই সকল দাবিরভিত্তিতে ৭ই জানুয়ারি ২০২৪ ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যেপথসভা সংঘটিত হলো।