জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ,


চিন্তন নিউজ ১৬/৯/২৩–অভিজিৎ দাসগুপ্তর প্রতিবেদন — সি পি আই (এম )সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে বেহাল রাস্তা মেরামতের ও পানীয় জল সরবরাহের দাবীতে বোড়াল রক্ষিতের মোড় থেকে মহামায়া তলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কল্লোল দাস, এরিয়া কমিটির সদস্য গৌতম দত্ত, প্রবীর দাস সিরাজ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে মহামায়া তলায় সংক্ষিপ্ত ভাষণে এরিয়া কমিটির সদস্য গৌতম দত্ত বেহাল রাস্তা মেরামত, নিকাশী ব্যবস্থা, এবং পানীয় জলের দাবীতে সারা পৌরসভা জুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।

অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন (বারুইপুর )—-
রাজ্যে ৮হাজার স্কুল বন্ধের প্রতিবাদে
বিজেপির নকল করে তৃণমূলী শিক্ষা নীতি, রাজ্যে রূপায়নের চক্রান্তের বিরুদ্ধে।
রাজ্যে রাজ্যপাল এর সাজানো কাজিয়ায় সৃষ্ট শিক্ষা ক্ষেত্রে অচল অবস্থা কাটানোর দাবীতে।
অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এস‌এফ‌আই এর ডাকে বারুইপুর অঞ্চলের মধ্যে এক ছাত্র মিছিল করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন এস‌এফ‌আই রাজ্য সভাপতি প্রতীক উর রহমান , এছাড়াও ছিলেন অঞ্চলের অসংখ্য ছাত্র -ছাত্রী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।