চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৩/১/২৪ – ৭ জানুয়ারি জনগণের ব্রিগেডে যাবার আহবানে সি আই টিউ, বর্ধমান শহর ১ এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে বর্ধমান শহর জুড়ে ছোট হাতি গাড়িতে প্রচার ও ১৪ টি জায়গায় পথসভা সংগঠিত হয়। বিকাল ৪ টে থেকে রাত্রি প্রায় ৮ পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা এই কর্মসূচি চলে। মানুষের মধ্যে ভালো সারা পাওয়া যাচ্ছে। বিভিন্ন শ্রমিক ডেরা, সন্ধ্যার ঠেক যেখানে চায়ের দোকান, চপ, ফুলুরির দোকানের সামনে শীতের আমেজ নিয়ে মানুষ আড্ডা দিচ্ছে সেখানে, বিভিন্ন টোটো স্ট্যান্ড, শপিং মলের সামনে যেখানে একদিকে শ্রমজীবী মানুষ, অন্যদিকে সাধারণ মানুষ এবং নার্স কোয়াটারের সামনে এক ঝাঁক তরুণ প্রজন্মের যে স্থান সেই জায়গায় পথসভা গুলি সংগঠিত হয়।
১)বিগ বাজার মোড়
২) স্টেশন- ভগৎ সিং মূর্তির সামনে
৩) ভাঙ্গাকুঠী ভি-মার্ট-এর সামনে
৪) বোরহাট মুটিয়া শ্রমিক ডেরা
৫) রাজবাড়ি রবীন্দ্র মূর্তির সামনে
৬) বাবুরবাগ ময়নার চায়ের দোকানের সামনে
৭) নার্স কোয়াটার মোড়
৮) কলিবাজার মোড়
৯) বীরহাটা ভি-মার্ট-এর সামনে
১০) মুচিপাড়া মোড়
১১) পুলিশ লাইন বাজার
১২) ইছলাবাদ I.C ক্লাবের সামনে
১৩) বাদামতলা মোড়
১৪) পার্কাস রোড মোড় – এই জায়গাগুলিতে প্রচার কাজ চলেছে জোরকদমে।
গতকাল ৭ জানুয়ারি ‘যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ’কে সামনে রেখে সি পি আই (এম) বর্ধমান শহর-২ এরিয়া কমিটির উদ্যোগে ৩৫ নং ওয়ার্ডে স্কোয়াড সংগঠিত হয়।