জেলা

হাওড়ার খবর


চিন্তন নিউজ: ২২শে আগস্ট:-তপোলগ্না চক্রবর্তীর রিপোর্ট:- ২০শে অগাস্ট শহীদ কমরেড ভবতোষ সান্যালের ৫০তম শহীদ দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করলো বি. গার্ডেন এরিয়া কমিটি । প্রবল বৃষ্টি উপেক্ষা করেই অনেকেই উপস্থিত ছিলেন । পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুমিত্র অধিকারী স্মৃতিচারণা করেন।

হিমাদ্রি পাত্র– জানাচ্ছেন কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার দিনহাটার বাসুদেবপুর গ্রামের প্রয়াত বিমল দাসের পুত্র শ্রী কমল দাস, তারক দাসের সাথে হাওড়া জেলার জগৎবল্লভ পুরের ফটিকগাছি গ্রামে কাজে আসে কিন্তু তারক দাস কমল দাসকে ফেলে রেখে চলে যায় ! ভারতের ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য, কর্মীরা গ্রামবাসীদের সহযোগিতায় তার হাতে ৮১০ টাকা তুলে দিয়ে কমল দাসের বাড়ি যাবার ব্যবস্থা করে দেন। স্থানীয় মানুষদের সংগঠিত করে একটা ব্যবস্থা নিতে উদ্যোগ গ্ৰহণ করেন সুভাষ বেরা ও পাপাই কর। লাল সেলাম ছাত্রযুবদের !


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।