জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, সোনালী দত্ত দাঁ, ২১ মার্চ: প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ভোটের প্রচার তুঙ্গে। গত দশ বছরের দীর্ঘ বেকারী, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নিরাপত্তা, শিল্প কারখানা স্থাপন প্রত্যেকটি ক্ষেত্রে সরকারের অনীহার ফলে শাসকদলের বঞ্চনার শিকার সাধারণ মানুষ। এই জলন্ত সমস্যাগুলি মোচনের আশায় আজ বিকল্পের সন্ধানে মানুষ।

এই বিকল্প পথের হদিশ দিতে বাড়ী বাড়ী প্রচার ও মিছিল করলেন খন্ডঘোষ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী অসীম রায়। খন্ডঘোষ ২নং এরিয়া কমিটির অন্তর্ভুক্ত কামালপুর গ্রামে। প্রচারে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক মহফুজ রহমান জিয়াউল মিদ্যা, চিত্তরজ্ঞন সন্ন্যাসী, কৌশিক তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী মিজানুর কবীর আনখোনা অঞ্চলের মুরুট গ্রামে আজ তার প্রচার সারেন। এলাকার মহিলারা তাঁর কাছে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বলে, “ঐ কাটমানির সরকার আমরা আর চাই না।”

প্রার্থীকে কাছে পেয়ে এলাকার এক মহিলা ক্ষোভে ও কান্নায় ভেঙে পড়ে বলেন “আপনারা ফিরে আসুন, তৃণমূলকে তাড়ান। ওরা চাকরি দেব বলে চার লক্ষ টাকা, আর ঘর দেব বলে আরও চার হাজার টাকা নিয়ে আমাকে সর্বসান্ত করে দিয়েছে। আমার ডায়েরিতে সব লেখা আছে।” সি পি আই এম প্রার্থীর কাছে তাঁর করুণ আবেদন এই প্রতারক সরকার যেন না থাকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।