জেলা

মুশিদাবাদ জেলা নির্মান কর্মী ইউনিয়ন এর চতুর্থ জেলা সম্মেলন


মিতা দত্ত: চিন্তন নিউজ:৭ই ফেব্রুয়ারি:– মুশিদাবাদ জেলা নির্মান কর্মী ইউনিয়ন এর চতুর্থ জেলা সম্মেলন ৬ই ফেব্রুয়ারি ২০২২ বলরামপুর উচ্চ বিদ্যালয়, বহরমপুর এ সিআইটিইউ  (CITU) র রক্ত পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে শুরু হয়। রক্ত পতাকা উত্তোলন করেন কমরেড প্রণব বিশ্বাস সংগঠনের সভাপতি।

 সম্মেলন উদ্বোধন করেন সিডব্লিউএফ‌আই (CWFI) এর কেন্দ্রীয় কমিটির সদস্য  এস এম সাদি। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য  রাখেন সিআইটিইউ মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মহম্মদ নিজামুদ্দিন। বাসার মন্ডলের পেশ করা সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন জেলার ১৮ টি ব্লক এর ১৮ জন প্রতিনিধি। 

সম্মেলন থেকে ৪৫ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড ভবতোষ ঘোষ, সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড বাসার মণ্ডল। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমরেড অজিত মণ্ডল, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড প্রণব বিশ্বাস। সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কমরেড জামির মোল্লা ও কমরেড জ্যোতিরুপ ব্যানার্জি।

সম্মেলন এ দুটি প্রস্তাব গৃহীত হয়-
১) বামফ্রন্ট সরকারের আমলের চালু হওয়া অসংগঠিত শ্রমিক দের জন্য সামাজিক সুরক্ষা যোজনা, এই সময়ে রাজ্যের তৃণমূল সরকার সব সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে জোরদার আন্দোলন সংগঠিত করতে হবে।
২) আগামী ২৮ – ২৯ মার্চ ২০২২ সারা দেশে শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে হবে নিবিড় প্রচার আন্দোলন এর মধ্যে দিয়ে।
এই সম্মেলনে জেলার ২৩ টি ব্লকের ৯৭জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।