চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭ মার্চ ২০২২ – পূর্বস্থলী ২ ব্লকের চুপি গ্রামের বাসিন্দা সেখ আকিব মহম্মদ যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে কোনরকমে বাড়ি ফিরে এসেছেন। ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বস্থলী- ২ আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল তার ও পরিবারের সঙ্গে দেখা করে। সেই সঙ্গে আনিস খান হত্যার তদন্ত ও কমরেড মীনাক্ষী মূখার্জী সহ অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্র সেখ আকিব মহম্মদ সহ তার পরিবারের সদস্যরা স্বাক্ষর করেন।
আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে ও মীনাক্ষী মুখার্জি সহ জেল বন্দী ১৬ জনকে মুক্তি দিতে হবে— এই দাবিতে আজ কাটোয়া শহরের ৪ টি প্রান্তে যুব ফেডারেশন কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির কর্মসূচী পালন করে।
![](https://chintannews.com/wp-content/uploads/2022/03/IMG-20220307-WA0073-1024x576.jpg)
আমাদপুর সমবায় থেকে আলুবীজ নিয়ে বিঘা প্রতি ৩৫০০০ টাকা খরচ করে চাষ করে ফলন না হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে সমবায় কর্তৃপক্ষের সঙ্গে কৃষকদের আলোচনা ও লিখিত প্রতিশ্রুতি আদায়ের দাবিকরা হয়। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন।
![](https://chintannews.com/wp-content/uploads/2022/03/IMG-20220307-WA0072-576x1024.jpg)