জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-৭ই মার্চ:– দীপনঃ- চুঁচুঁড়া এরিয়া কমিটির উদ্যোগে শ্বেতশুভ্র পতাকা উত্তোলনের মাধ্যমে পুলিশি সন্ত্রাসের শিকার আনিশ খানকে স্মরণ।

রঘুনাথ ঘোষঃ- সারা ভারত কৃষক সভার নেতা, সি.পি.আই.(এম.) তৎকালীন চন্ডীতলা-৩ লোকাল কমিটির প্রাক্তন সদস্য, এ.বি.পি.টি.এ. জনাই চক্রের প্রাক্তন সম্পাদক, বাকসা গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মধুসূদন দলুই এর স্মরন সভা ৬ মার্চ’২২ রবিবার বিকালে বাকসা ভূতোদীঘি খেলার মাঠে অনুষ্ঠিত হল। গত ৯ই ফেব্রুয়ারী’২২ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৪ বছর বয়সে শ্রীরামপুরে এক বেসরকারী হাসপাতালে তিনি প্রয়াত হন। সারা ভারত কৃষক সভা, চন্ডীতলা-২ ব্লক কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল‍্যদান করেন উপস্থিত নেতৃবৃন্দ,কর্মী,দরদী ও পরিবারের সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন প্রবীণ কৃষক নেতা শ্যামসুন্দর ঘোষ। শোকপ্রস্তাব পাঠ করেন সঞ্জয় ব্যানার্জী। আমৃত্য বাকসা গ্রাম কৃষক কমিটির সম্পাদক, এলাকার গরীব মানুষের আপনজন, মিষ্টভাষী, জনপ্রিয় এই নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা দেবব্রত ঘোষ, কৃষক সভার জেলা সভাপতি ভক্তরাম পান, ব্লক সম্পাদক রজতাভ রায়, অঞ্চল সম্পাদক গোপাল রাণা, কৃষক নেতা শঙ্কর ব্যানার্জী, পেনশনার্স সমিতির শম্ভু সামন্ত, প্রাক্তন প্রধান পলি মিত্র।
সভায় উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা অপূর্ব পাল, কৃষক সভার জেলা কোষাধ্যক্ষ রঘুনাথ ঘোষ, ব্লক সভাপতি সমীর রায়, কৃষক নেতা মহাদেব পাল, শ্রমিক নেতা সুজন লাহা, প্রাক্তন শ্রমিক নেতা মলয় নন্দী, মহিলা নেত্রী সুজাতা বিশ্বাস, চৈতালী রাণা সহ ব্লক এলাকার বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ, প্রয়াত কমরেডের স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি, নাতনী ও পরিবারের সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের প্রবীণ ও নবীন অসংখ্য মানুষ।
আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণসভার কাজ শেষ হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।